×

মুক্তচিন্তা

সরকারকেই সমাধান দিতে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মে ২০১৯, ০৯:৪৩ পিএম

চলতি বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন হলেও দাম নিয়ে হতাশ কৃষক। ধান কিনে আড়তদার, চাতাল মালিক, পাইকার, খুচরা বিক্রেতারা লাভবান হচ্ছে। ধানের ন্যায্যমূল্য থেকে তারা শোচনীয়ভাবে বঞ্চিত হচ্ছে। এর মধ্যে নতুন উপসর্গও এসে উপস্থিতি হয়েছে। অকালবর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজ ব্যাহত হচ্ছে। ঠিকমতো শ্রমিক পাওয়া যাচ্ছে না এবং শ্রমিক-মজুরি অত্যধিক। বজ্রপাতের ভীতিও কাজের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি করছে। লাভ তো দূরের কথা, উৎপাদন খরচও যদি না ওঠে তবে কৃষকদের উদ্বিগ্ন, বিচলিত ও হতাশ হওয়াই স্বাভাবিক। সরকারের সিদ্ধান্ত হয় ১২ লাখ ৫০ হাজার টন ধান-চাল কিনবে সরকার। ২৫ এপ্রিল থেকে সংগ্রহ অভিযান শুরুর কথা। কিন্তু যথাসময়ে সংগ্রহ শুরু না হওয়ায় মধ্যস্বত্বভোগীরা কৃষককে সর্বস্বান্ত করতে ৪ থেকে ৫শ টাকা মণ ধান কিনছে। ফলে তাদের প্রতি মণে লোকসান গুনতে হচ্ছে ৩শ টাকার বেশি। সময়মতো সরকারি ধান-চাল সংগ্রহ অভিযান শুরু না হওয়ায় এ অবস্থা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ধানের দাম নিয়ে কৃষকের বিড়ম্বনার এই চিত্র নতুন নয়। আড়তদারদের সিন্ডিকেট, আড়তের বাইরে গিয়ে ধান বিক্রির সুযোগ না থাকা, মধ্যস্বত্বভোগী ও চালকল মালিকদের কারসাজির কারণে প্রতি বছর এই বিড়ম্বনার শিকার হতে হয় চাষিদের। এ কথা অনস্বীকার্য, ধানের ন্যায্যমূল্য বঞ্চিত করে কৃষি ও কৃষকের উন্নয়ন সম্ভব নয়। সরকারের সিদ্ধান্তের কারণেও কৃষককুল এ সময়ে ক্ষতিগ্রস্ত হয় বলে অভিযোগ রয়েছে। সরকারের সদিচ্ছা থাকলে কিছু সমস্যা সহজেই সমাধান করা যায়। এ ক্ষেত্রে বেসরকারি খাতও ইতিবাচক ভূমিকা রাখতে পারে। বাংলাদেশে সবচেয়ে বেশি চাল উৎপাদন হয় বোরো মৌসুমে। উৎপাদিত ধানের সিংহভাগ কৃষক বাজারে বিক্রি করে দেন মিল মালিক, ফড়িয়া ও মহাজনদের কাছে। এতে করে কৃষক ন্যায্য দাম পায় না। বোরো ধান নিয়ে গণমাধ্যমে যে কৃষকের হতাশার চিত্র উঠে আসছে তাতে এখনই সরকারকে উদ্যোগ নিতে হবে। ধান-চাল সংগ্রহের যে প্রক্রিয়াগত ত্রুটি রয়েছে, তা সংশোধন করতে হবে। সরাসরি কৃষকদের কাছ থেকে ধান-চাল কিনতে হবে সরকারকে। এ ব্যাপারে স্থানীয় পর্যায়ের কর্মকর্তাদের নির্লিপ্ত থাকার অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে জোর দিতে হবে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে আনার। বিদ্যমান ব্যবস্থায় দেশের খুচরা বিক্রেতাদের তুলনায় মধ্যস্বত্বভোগীরাই লাভবান হচ্ছেন বেশি। এ অবস্থার অবসান হওয়া দরকার। অর্থাৎ কৃষক যাতে লাভবান হন এ জন্য সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App