×

সাময়িকী

রুমালের বুকজোড়া শোক | আনোয়ারা সৈয়দ হক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মে ২০১৯, ০৭:৪৮ পিএম

নিবিড় বিজন বনে হেঁটে চলে আনমনে একা একজন আনোয়ারা নামে যার নাম ছিল যার সবকিছু, সবকিছু সবকিছু এখন তো নাই কিছু, নাই কিছু নাই কিছু এমন কি নাই কোনো পৃথিবীর ধাম। একজন আনোয়ারা নামে ছিল মাতোয়ারা একজন সোহাগের লোক লোকটি পাগল ছিল, ভালোবেসে খুশ ছিল, খুব বেশি খুশ ছিল, খুশ ছিল খুশ আনোয়ারা ছিল যে বেহঁশ। আনোয়ারা চলছিল, সাহসী পা ফেলছিল বেপরোয়া ছিল তার বুক এখন সোহাগ নেই, সোহাগের লোক নেই, ভাগাড়ে শেয়াল হাসে আনোয়ারা হয়ে গেছে মূক লোকটি হারিয়ে গেছে আকাশ ছাড়িয়ে গেছে যতদূর চোখ যায় চোখ পিছনে সে রেখে গেছে ভালোবেসে রেখে গেছে রুমালের বুকজোড়া শোক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App