×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে সাইবার নিরাপত্তায় জরুরি অবস্থা জারি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মে ২০১৯, ১০:৪০ এএম

যুক্তরাষ্ট্রে সাইবার নিরাপত্তায় জরুরি অবস্থা জারি
যুক্তরাষ্ট্রের কম্পিউটার নেটওয়ার্ককে বিদেশি হামলা থেকে রক্ষা করার জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট এই সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রেসিডেন্ট তার আদেশে বলেছেন, জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন কোনো বিদেশি টেলিকম কোম্পানি ব্যবহার করতে পারবে না মার্কিন প্রতিষ্ঠানগুলো। বিবিসি বলছে, এতে করে দেশটি নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। তবে নির্দিষ্টভাবে কোনো কোম্পানির নাম উল্লেখ করেননি ট্রাম্প। তবে বিশ্লেষকদের দাবি, ট্রাম্পের এই নির্বাহী আদেশ মূলত চীনা টেলিকমিউনিকেশন জায়ান্ট হুয়াওয়েকে নিয়েই। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি শুল্কারোপের ঘটনার মধ্যেই ট্রাম্প আইটি হুমকি মোকাবিলায় এই জরুরি অবস্থা জারি করলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App