×

সাময়িকী

চিরকবি হায়াৎ সাইফ অগ্রজপ্রতিমেষু | মুহাম্মদ নুরুল হুদা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মে ২০১৯, ০৭:৪৩ পিএম

চিরকবি হায়াৎ সাইফ অগ্রজপ্রতিমেষু | মুহাম্মদ নুরুল হুদা
বারবার দেখা হবে আমাদের, ফের আমাদের, আমরা মিলিত হবো ঘরে ঘরে কবিতা আসরে; আপনি স্বভাবজাত স্মার্ট ভঙ্গি নিয়ে বারবার মঞ্চে উঠে কবিতা আবৃত্তি করবেন দরাজ গলায়, প্রয়োজনে দুএকটি কথা বলবেন ইংরেজি-বাংলায়, বয়স্ক তারুণ্য নিয়ে মগ্নমৌন যথারীতি আপন ছায়ায়। আপনার সীমানা আপনি জানতেন খুব ভালো করে, যদিও বিভিন্ন বিত্তলোভী শীর্ষে গেছে আপনাকেই ধরে; আপনি পিয়াসী কিন্তু চিরকাল কবিতা ও চিৎপ্রকর্ষের; সৃষ্টিধর্মে সুদীক্ষিত, বনেমনে মনপাখি পেয়েছিল টের। মরণের পরে আছে জীবনের আরেক বিস্তার; তবে তার রূপ নিয়ে আমাদের ধারণা অসার; তবুও অপার বিস্ময়ের দৃষ্টি মেলে আমরা তাকাই শুধু সেই জগতেই, বোধের অতীতলোকে ক্ষণজীবিতের আসাযাওয়া নেই। আপনি থাকুন সুখে, আপনার চারপাশে কবিদের মেলা, চিরজীবিতের সব কাল এককাল, নেই এবেলা-ওবেলা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App