×

আন্তর্জাতিক

কাশ্মীরের পুলওয়ামায় বন্দুকযুদ্ধে নিহত ৪

Icon

কাগজ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০১৯, ১২:৪৬ পিএম

কাশ্মীরের পুলওয়ামায় বন্দুকযুদ্ধে নিহত ৪
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে দেশটির এক সৈন্যসহ তিন সন্ত্রাসী নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার দালিপোরা এলাকায় সংঘর্ষে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া বলেন, পুলওয়ামা থানায় একটি দল ও স্পেশাল অপারেশনস গ্রুপের যৌথ দল দালিপোরা এলাকার সীমান্তবর্তী এলাকার কিছু সন্ত্রাসীদের উপস্থিতির সংবাদে অভিযানে গেলে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। সেসময় পাল্টা গুলি শুরু করে নিরাপত্তা বাহিনী। পরে এক ভারতীয় সৈন্য ও তিন সন্ত্রাসী নিহত হয়। এছাড়া আরও দুই সৈন্য ও এক বেসামরিক নাগরিক আহত হয়েছেন। "নিহত দুইজন তালিকাভূক্ত শীর্ষ জঙ্গীনেতা নাসির পাণ্ডিত ও উমর মীর এবং শীর্ষ জেএম কমান্ডার পাকিস্তানী খালিদ ভাই বলে জানিয়েছে আইনশৃংখলা বাহিনী। খালিদ ২০১৭ সালে লেথপোরাতে সিআরপিএফ ক্যাম্পে হামলার মূল পরিকল্পনাকারী, উক্ত হামলায় পাঁচজন সৈন্য নিহত হয়েছিল। হামলাকারী সন্ত্রাসীরা জঙ্গীগোষ্ঠি জইশ-ই-মুহম্মদের সদস্য বলেই ধারণা করছে পুলিশ। স্থানীয় একটি বাড়িতেই তাদের আস্তানা। ঘটনাস্থল থেকে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনার পরে কর্তৃপক্ষ পুলওয়ামা শহরে কারফিউ আরোপ করেছে এবং মোবাইল ইন্টারনেট সেবা স্থগিত করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App