×

খেলা

আসামি টাইগার উডস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মে ২০১৯, ০২:১৬ পিএম

আসামি টাইগার উডস
বিশ্বের অন্যতম সেরা গলফার টাইগার উডস। কদিন আগেই আলোচনায় এসেছিলেন নিজের পঞ্চম মাস্টার্স শিরোপা জিতে। তবে এবার আলোচনায় এসেছেন শিরোপা জিতে নয়, হত্যা মামলার আসামি হয়ে। উডস এবং তার বান্ধবী এরিকার বিপক্ষে দায়ের হয়েছে হত্যা মামলা। মামলাটি করেছেন নিহত নিকোলাস ইমসবার্গের মা। নিকোলাস কাজ করতেন উডসের মালিকানার একটি বারে। নিকোলাসের সঙ্গে ব্যক্তিগতভাবেই পরিচয় ছিল উডসের। ২০১৮ সালের ১০ ডিসেম্বর বার থেকে কাজ করে বাড়ি ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় মারা যান নিকোলাস। পরবর্তী সময় জানা যায়, ওই দিন মদ্যপ ছিলেন তিনি এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণেই দুর্ঘটনার শিকার হয়ে তিনি মারা যান। আর তার মদ্যপ হওয়ার জন্য তার মা দায়ী করছেন উডস এবং তার বান্ধবীকে। সে অতিরিক্ত মদ্যপানে আসক্ত ছিল এটা জানার পরও তারা তাকে মদ খাওয়ার পর গাড়ি চালিয়ে বাড়ি যেতে দিয়েছিল। তিনি আরো অভিযোগ করেন, বার কর্তৃপক্ষ তাদের কর্মচারীদের মদ খাওয়ার জন্য উৎসাহ দিত। উডস নিজেও তার সঙ্গে বসে মদ খেয়েছে। তাই এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়, এটি একটি হত্যা এবং তিনি এই হত্যার দায় এড়াতে পারেন না। মামলা খেয়ে এখন ভালো বিপদে পড়েছেন উডস ও তার বান্ধবী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App