×

বিনোদন

আন্তর্জাতিক উৎসবে আমন্ত্রিত মোনালিসা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মে ২০১৯, ০১:০৮ পিএম

আন্তর্জাতিক উৎসবে আমন্ত্রিত মোনালিসা
গত ৯ মে থেকে কানাডার টরেন্টোতে শুরু হয়েছে অষ্টমবারের মতো দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ চলচ্চিত্র উৎসব ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব সাউথ এশিয়া’। মূলত দক্ষিণ এশিয়ার ঐতিহ্যকে সেলিব্রেট করার উদ্দেশ্যেই এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়ে থাকে। ১২ দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবে ১৫টি ভাষার ১৫০টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। বিশ্বের বিভিন্ন দেশের তারকা, পরিচালক এই উৎসবে অংশ নেন। বাংলাদেশের একজন সংস্কৃতিকর্মী হিসেবে এবারের উৎসবে অংশগ্রহণের জন্য বিশেষ অতিথি হিসেবে নিমন্ত্রণ পেয়েছেন নন্দিত মডেল ও অভিনেত্রী মোজেজা আশরাফ মোনালিসা। এরই মধ্যে উৎসব কমিটির পক্ষ থেকে তিনি এই উৎসবে অংশগ্রহণের জন্য চিঠিও পেয়েছেন। মোনালিসা বর্তমানে আমেরিকাতে আছেন। সেখান থেকে মুঠোফোনে মোনালিসা বলেন, অবশ্যই এই নিমন্ত্রণ আমার জন্য অনেক সম্মানের, গর্বের। আয়োজক কমিটির কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সে সঙ্গে আমার ভীষণ ভালো লাগছে এই ভেবে যে, বাংলাদেশের একজন সংস্কৃতি প্রতিনিধি হয়ে এই উৎসবে অংশগ্রহণ করতে যাচ্ছি। কোনো চলচ্চিত্র উৎসবে এভাবে আমন্ত্রিত অতিথি হয়ে অংশগ্রহণ করা এবারই প্রথম। তাই বিষয়টি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ও বটে। আমার দেশের সব ভক্ত-দর্শকের জন্য রইলো অনেক ভালোবাসা। উল্লেখ্য, আগামী ১৮ ও ১৯ মে টরেন্টোতে এই উৎসবে বাংলা ভাষাভাষীর সিনেমা প্রদর্শিত হবে। আর এ দুদিনই তিনি উপস্থিত থাকবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App