×

খেলা

অ্যাতলেটিকো ছাড়ছেন গ্রিজম্যান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মে ২০১৯, ০২:১২ পিএম

অ্যাতলেটিকো ছাড়ছেন গ্রিজম্যান
ক্লাব ফুটবলের চলতি মৌসুম শেষেই অ্যাতলেটিকো মাদ্রিদ ছাড়ার ঘোষণা দিয়েছেন ফরাসি ফরোয়ার্ড এন্তোনি গ্রিজম্যান। ক্লাবের অফিসিয়াল টুইটার পেইজে এক ভিডিও বার্তায় গতকাল এ ঘোষণা দেন তিনি। তবে অ্যাতলেটিকো মাদ্রিদ ছেড়ে কোন ক্লাবে যাচ্ছেন, তা এখনো জানাননি বর্তমানে ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। ভিডিও বার্তায় গ্রিজম্যান বলেন, অ্যাতলেটিকো মাদ্রিদে আমি গত পাঁচটি বছর কাটিয়েছি। এই পাঁচটি বছর আমি কখনো ভুলতে পারব না। কোচ, ক্লাব কর্মকর্তা, সতীর্থ ও ভক্তরা সব সময় আমার পাশে থেকেছেন। সব কিছুর জন্য তাদের ধন্যবাদ জানাই। রিয়াল সোসিয়েদাদ থেকে ২০১৪ সালে ৩ কোটি ইউরোতে অ্যাতলেটিকো মাদ্রিদে যোগ দেন গ্রিজম্যান। যোগ দেয়ার পর টানা পাঁচ মৌসুমই ক্লাবটির সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি। অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২৫৬ ম্যাচে ১৩৩ গোল করেছেন এই ফরোয়ার্ড। ক্লাবকে তিনি জিতিয়েছেন ইউরোপা লিগ, স্প্যানিশ সুপার কাপ ও উয়েফা সুপার কাপের শিরোপা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App