×

খেলা

ওয়ানডে ক্যারিয়ারে রাহীর প্রথম উইকেট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০১৯, ০৫:৩৬ পিএম

ওয়ানডে ক্যারিয়ারে রাহীর প্রথম উইকেট

ছবি: সংগৃহীত

গত ম্যাচে ওয়ানডে অভিষেক হয়েছে। অভিষেকটা খুব বেশি সুখকর ছিল না আবু জায়েদ রাহীর। টাইগার বোলারদের তোপে ডাবলিনে ওয়েস্ট ইন্ডিজ হাত খুলে খেলতে পারেনি। অথচ সে ম্যাচেও উইকেটের দেখা পাননি রাহী, খরচ করেছেন রানও।

ওই ম্যাচে ৯ ওভার হাত ঘুরিয়ে ৫৬ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন রাহী। ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতে এসে উইকেটের দেখা পেলেন ডানহাতি এই পেসার। আজ (বুধবার) আয়ারল্যান্ডের বিপক্ষে নিজের ষষ্ঠ ওভারে এসে অ্যান্ডি বালবির্নিকে আউট করেছেন তিনি।

আগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৩৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন বালবির্নি। এবারও ভয়ংকর হয়ে উঠার ইঙ্গিত ছিল তার ব্যাটে। ২০ বলে ৪ বাউন্ডারিতে ২০ রানে পৌঁছে যাওয়া এই ব্যাটসম্যানকে মুশফিকুর রহীমের ক্যাচ বানিয়েছেন রাহী।

যদিও লেগ সাইড দিয়ে বেরিয়ে যাওয়া বলটি বালবির্নির ব্যাটে লেগেছে কিনা, নিশ্চিত হওয়া যায়নি। আবেদনে আম্পায়ার আঙুল তুলে দেন। রিভিউ না থাকায় বালবির্নির কিছু বলার সুযোগ ছিল না।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৬ ওভার শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ৮৪ রান। পল স্টার্লিং ৪৮ আর উইলিয়াম পোর্টারফিল্ড ৯ রানে অপরাজিত আছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App