×

তথ্যপ্রযুক্তি

সিম্ফনির নতুন দুই স্মার্টফোন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মে ২০১৯, ০৩:০৭ পিএম

সিম্ফনির নতুন দুই স্মার্টফোন
দেশের বাজারে নতুন দুই স্মার্টফোন উন্মোচন করেছে সিম্ফনি মোবাইল। ডিভাইসগুলো হলো সিম্ফনি আই৬৫ ও সিম্ফনি আর৪০। উভয় ডিভাইসেরই দাম ৬ হাজার ১৯০ টাকা। সম্প্রতি সিম্ফনির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এডিসন গ্রুপের চেয়ারম্যান আমিনুর রশিদ স্মার্টফোন দুটি উন্মোচন করেন। এ সময় সিম্ফনির হেড অব সেলস এমএ হানিফ ও জ্যেষ্ঠ পরিচালক মাকসুদুর রহমান উপস্থিত ছিলেন। অ্যান্ড্রয়েড ৮.১ ওরিওচালিত (গো সংস্করণ) এবং ডুয়াল ফোরজি সংযোগ সুবিধার সিম্ফনি আই৬৫তে ১৪৪০ এবং৭২০ পিক্সেল রেজল্যুশনের ৫ দশমিক ৪৫ ইঞ্চির ফুল ভিশন আইপিএস ২.৫ডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। অন স্ক্রিন নেভিগেশন বাটন সংবলিত ১ গিগাবাইট র‌্যামের ডিভাইসটিতে ৮ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা মিলবে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ৬৪ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। অন্যদিকে অ্যানড্রয়েড ৯.০ পাইচালিত সিম্ফনি আর৪০ ডিভাসটিতে ১৪৪০ এবং ৭২০ পিক্সেল রেজল্যুশনের ৫ দশমিক ৪৫ ইঞ্চির ফুল ভিশন আইপিএস ডিসপ্লে আছে। ১ গিগাবাইট র‌্যামের ডিভাইসটিতে ৮ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা মিলবে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App