×

আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় মুসলিম বিরোধী দাঙ্গায় নিহত ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মে ২০১৯, ১২:৪১ পিএম

শ্রীলঙ্কায় মুসলিম বিরোধী দাঙ্গায় নিহত ১
মুসলিমবিরোধী সহিংসতা বৃদ্ধি পাওয়ার কারণে শ্রীলঙ্কায় রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। কিছু স্থানে মুসলিমদের ব্যবসা প্রতিষ্ঠান ও মসজিদকে আক্রমণের লক্ষ্যবস্তু করা হয়েছে। রাজধানী কলম্বোর উত্তরের তিন জেলায় এ ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। দাঙ্গায় সোমবার রাতে পুট্টালাম জেলায় ৪৫ বছর বয়সী এক মুসলিম নিহত হয়েছেন। ধারলো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়। দাঙ্গায় এটিই প্রথম হত্যার ঘটনা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে তা বলা হয়েছে। প্রধানমন্ত্রী রনীল উইকরেসিংহে বলেন, একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার জন্য পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটাচ্ছে। তাদের রুখতে কারফিউ জারি করা হয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশের বেশ কয়েকটি স্থানে এই গোষ্ঠী হামলা চালিয়েছে। তাদের ধরার চেষ্টা চলছে। পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন। গত রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে মুসলিম বিরোধী দাঙ্গা ছড়িয়ে পড়ে। রবিবার শ্রীলংকার পশ্চিম উপকূলীয় এলাকা চিলাউতে কয়েকটি মসজিদে এবং মুসলিমদের মালিকানাধীন কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App