×

খেলা

বিশ্বকাপে রান উৎসব!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মে ২০১৯, ১১:৫৯ এএম

এবারের বিশ্বকাপের আয়োজক ইংল্যান্ড ও ওয়েলশ। আসন্ন বিশ্বকাপটা বেশ কঠিন হবে বোলারদের জন্য, আর সে সুযোগে রান উৎসবে মেতে উঠবেন ব্যাটসম্যানরা- পাকিস্তানের ইংল্যান্ড সফরের মাঝপথেই মিলেছে এমন ইঙ্গিত। পাকিস্তান ক্রিকেট দল এখন অবস্থান করছে ইংল্যান্ডে। একটি টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হয় সরফরাজ আহমেদদের ইংল্যান্ড সফর। গত ৫ মে সোফিয়া গার্ডেনে অনুষ্ঠিত ওই ম্যাচে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাব দিতে নেমে ৪ বল ও ৭ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ইংলিশরা। এরপর দুদলের মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। গত শনিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয় পাকিস্তান ও ইংল্যান্ড। সাউদাম্পটনের দ্য রোজ বোল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে আগে ব্যাটিং করে ৩ উইকেটে নির্ধারিত ৫০ ওভারে ৩৭৩ রানের বিশাল স্কোর সংগ্রহ করে ইয়ন মরগানের দল। জবাবে পাকিস্তান করে ৩৬১ রান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App