×

অর্থনীতি

বাজেটে কোনো পণ্যে ভ্যাট বাড়বে না : অর্থমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মে ২০১৯, ০৫:০৫ পিএম

বাজেটে কোনো পণ্যে ভ্যাট বাড়বে না : অর্থমন্ত্রী
নতুন অর্থবছরের বাজেটে কোনো পণ্যে ভ্যাট বাড়বে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, বাজেটে ভ্যাটের হার বরং আগের চেয়ে কমবে। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে অর্থ মন্ত্রণালয়ের সভা কক্ষে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, নতুন আইনে ভ্যাটের হার বাড়বে না। তবে আমরা ভ্যাটের আওতা বাড়াবো। আমরা সব কিছুই সুন্দর মতো করবো। ভ্যাট দিতে কেউ কষ্ট পাবে না। আ হ ম মুস্তফা কামালল বলেন, ভ্যাট আইন বাস্তবায়নে ব্যবসায়ীদের সঙ্গে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যে ভুল বোঝাবুঝি ছিল তার অবসান হয়েছে। সুতরাং ভ্যাট আইন বাস্তবায়নে আর কোনো সমস্যা নেই। আগামী পহেলা জুলাই থেকে ভ্যাট আইন বাস্তবায়ন হবে। তিনি বলেন, আইনগত কারণে আমরা ভ্যাট আইনের সব তথ্য এখনই প্রকাশ করবো না। সেটা বোঝানোর পর ব্যবসায়ীরা তা মেনে নিয়েছেন। অর্থমন্ত্রী বলেন, ভ্যাট আইন সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তনযোগ্য। এটি বাস্তবায়নের পর যদি কোথাও কোনো সীমাবদ্ধতা দেখা দেয় তাহলে তা জনবান্ধব ও ব্যবসাবান্ধব করতে পরিবর্তন করা হবে। বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ভ্যাট আইন বাস্তবায়নে কোনো সমস্যা থাকলে তা পরবর্তীতে পরিবর্তনের সুযোগ থাকবে। নির্দিষ্ট সময়ে ভ্যাট আইনটি বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App