×

তথ্যপ্রযুক্তি

হাতের লেখা নকল করবে রোবট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০১৯, ০৩:৫১ পিএম

হাতের লেখা নকল করবে রোবট
মানুষের হাতের লেখা নকল করতে বানানো হয়েছে হেমিংওয়ে নামের একটি রোবট। যে কারো হাতের লেখার ধরণ বুঝে হুবহু সেই অনুযায়ী লেখে রোবটটি। যে লেখা লিখতে একজন মানুষের ১৫ মিনিট লাগবে তা নকল করতে রোবটটির সময় লাগবে দুই মিনিট। রোবটটিকে হাতের লেখা চেনাতে একটি সাদা কাগজে কিছু লিখে দিতে হবে। এরপর মেশিন লার্নিং অ্যালগরিদম প্রক্রিয়ার সাহায্যে এটি লেখার ধরন শিখে নেবে। এমনকি কোন শব্দ লেখার সময় কলমের উপরে বেশি চাপ দেয়া হচ্ছে তাও বুঝতে পারবে রোবটটি। হেমিংওয়ের নির্মাতা কোম্পানি দ্যা হ্যান্ডরাইটিং কোম্পানির সহপ্রতিষ্ঠাতা অ্যালেক্স রবিনসনের মতে, প্রতিটি মানুষের লেখাই আলাদা। তবে প্রত্যেকবার একটি বর্ণ লেখার সময় খুব সূক্ষ কিছু পার্থক্য থাকেই। প্রযুক্তি এই পার্থক্য ধরতে পেরেছে। প্রযুক্তির অপব্যবহার করে জাল দলিল বা অন্য প্রয়োজনীয় কাগজ তৈরি করা যাবে। তবে কোনটি রোবটের আর কোনটি মানুষের হাতের লেখা তা শনাক্ত করাটাও বেশ সহজ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App