×

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় জঙ্গি হামলার পরিকল্পনা, দুই রোহিঙ্গা আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০১৯, ০৭:২৮ পিএম

মালয়েশিয়ায় জঙ্গি হামলার পরিকল্পনা, দুই রোহিঙ্গা আটক

জঙ্গি হামলার পরিকল্পনা নস্যাৎ, দুই রোহিঙ্গা আটক

মালয়েশিয়ায় অমুসলিমদের প্রার্থনালয় এবং দেশটির গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিকে হত্যার জন্য বৃহৎ আকারের হামলার পরিকল্পনা নস্যাৎ করে দুজন রোহিঙ্গাসহ চারজনকে আটক করেছে দেশটির পুলিশ।

মালয়েশিয়া পুলিশের মহাপরিদর্শক আব্দুল হামিদ বলেছেন, কাউন্টার টেররিজম ইউনিটের অভিযানে আটক সন্দেহভাজন ওই চার হামলাকারীর একজন মালয়েশিয়ান, দুজন রোহিঙ্গা এবং বাকি একজন ইন্দোনেশিয়ার নাগরিক।

তিনি জানান, গত ৫ এবং ৭মে দেশটির তেরেঙ্গানু ও ক্লাং উপত্যকা থেকে অভিযান চালিয়ে পুলিশের কাউন্টার টেররিজম বিভাগ তাদেরকে আটক করে। আর হামলা পরিকল্পনার সঙ্গে যুক্ত আছে এমন আরও তিনজনকে আটকে অভিযান চলছে বলে জানান তিনি।

পুলিশের মহাপরিদর্শক জানিয়েছেন, আটক ওই চার ব্যক্তি দেশটির বিভিন্ন ভিআইপি মর্যাদার ব্যক্তি এবং অমুসলিমদের বিভিন্ন প্রার্থনালয়ে হামলার পরিকল্পনা করেছিল। দেশটিতে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের গোপন শাখা আছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

আব্দুল হামিদ বলেন, গোয়েন্দা তথ্য ছিল যে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট দেশটির খ্রীষ্টান, হিন্দু এবং বৌদ্ধধর্মাবলম্বীদের উপাসানলয়সহ বড় বড় বিনোদনকেন্দ্রগুলোতে বৃহৎআকারের হামলার পরিকল্পনা করেছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App