×

খেলা

নিজেদের ফেভারিট মানছেন ফিঞ্চ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০১৯, ০৩:৪১ পিএম

আর মাত্র ১৭ দিন পরেই পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের দ্বাদশ আসরের। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে দলগুলো ইতোমধ্যেই তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। এখন চলছে দল নিয়ে নানান আলোচনা ও বিশ্লেষণ। ওয়ানডে বিশ্বকাপ মানেই অস্ট্রেলিয়ার দাপট। এখন পর্যন্ত সর্বোচ্চ পাঁচবার শিরোপা জিতেছে অজিরা। এবারের বিশ্বকাপেও হট ফেভারিট তারা। বিষয়টি মানছেন দ্বাদশ বিশ্বকাপে অজিদের নেতৃত্ব দেয়ার দায়িত্ব পাওয়া অ্যারন ফিঞ্চও। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবেই এবারের বিশ্বকাপে অংশ নেবে অস্ট্রেলিয়া। ২০১৫ সালের বিশ্বকাপজয়ী ১৫ সদস্যের স্কোয়াডের ৬ জন খেলছেন এবারের আসরেও। তারা হলেন স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও অ্যারন ফিঞ্চ নিজে। যাদের অভিজ্ঞতা দ্বাদশ বিশ্বকাপে বেশ কাজে আসবে বলে বিশ্বস অ্যারন ফিঞ্চের। তার মতে, আমার দলে ছয়জন খেলোয়াড় আছে যারা আগে বিশ্বকাপে খেলেছে। এটা খুবই ইতিবাচক। তারা জানে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে কীভাবে পারফরমেন্স করতে হয়। তারা কেবল বিশ্বকাপে অংশই নেয়নি, চ্যাম্পিয়নও হয়েছে। এটা অনেক বড় ব্যাপার। আমি মনে করি, তাদের অভিজ্ঞতার কারণেই দ্বাদশ বিশ্বকাপে অস্ট্রেলিয়া অন্য দলগুলোর তুলনায় ফেভারিট। বিশ্বকাপ খেলার অভিজ্ঞতাসম্পন্ন খেলোয়াড়দের উপস্থিতিই অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জিততে সাহায্য করবে। অনেক নাটকীয়তার পর শেষ পর্যন্ত স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে রেখেই ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। স্মিথ-ওয়ার্নারের মতো ক্রিকেটাররা দলে থাকায় দারুণ উচ্ছ্বসিত ফিঞ্চ। তিনি জানান, তারা যে দলের সঙ্গে আছেন এটাই আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আশা করি, বিশ্বকাপে দল তাদের কাছ থেকে সেরাটা পাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App