×

তথ্যপ্রযুক্তি

দেড় লাখ অ্যাকাউন্ট সরিয়েছে টুইটার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০১৯, ০৩:৫৪ পিএম

দেড় লাখ অ্যাকাউন্ট সরিয়েছে টুইটার
টুইটার তাদের প্ল্যাটফর্ম থেকে এক লাখ ৬৬ হাজার ৫১৩টি অ্যাকাউন্ট সরিয়ে দিয়েছে। সন্ত্রাসবাদে যোগসাজস থাকায় এসব অ্যাকাউন্ট সরানো হয়েছে বলে জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ। এই অ্যাকাউন্টগুলো সরানো হয়েছে গত বছরের জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে। প্রতিষ্ঠানটি বলছে, তারা সন্ত্রাসবাদ নিয়ে তাদের প্ল্যাটফর্মে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে চায়। প্রতিষ্ঠানটির লিগ্যাল পলিসি, ট্রাস্ট এবং সেফটি বিভাগের প্রধান বিজয় গাড্ডা বলেছেন, যে পরিমাণ অ্যাকাউন্ট সরানো হয়েছে তা গত বছরের প্রথমার্ধের চেয়ে ১৯ শতাংশ কম। তার মানে, টুইটারে এসব কনটেন্ট কিছুটা হলেও কমেছে। বৃহস্পতিবার এক বøগ পোস্টে টুইটার বলেছে, যে পরিমাণ অ্যাকাউন্ট সরানো হয়েছে তার অন্তত ৯০ শতাংশ স্বয়ংক্রিয় পদ্ধতিতে করা হয়েছে। যে প্রযুক্তিগুলো তাদের অভ্যন্তরীণভাবে তৈরি ও উন্নয়ন করা। মাধ্যমটি থেকে যে সব অ্যাকাউন্ট সরানো হয়েছে এর বেশিরভাগই বিশ্বের কোন না কোন দেশের সরকারের পক্ষ থেকে অনুরোধ এসেছে। এর মধ্যে অন্তত ৮০ দেশ থেকে অনুরোধ করা হয়েছে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট সরিয়ে নিতে। এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে এসেছে সবচেয়ে বেশি অনুরোধ। সন্ত্রাসবাদে যুক্ত থাকায় অ্যাকাউন্ট সরানোর বিষয়টি এটাই নতুন নয়, এর আগেই বিভিন্ন কারণে অনেক অ্যাকাউন্ট সরিয়েছে টুইটার, ফেসবুকসহ অন্য সামাজিক মাধ্যম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App