×

বিনোদন

এ টি এমকে ১০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০১৯, ০৪:৫৪ পিএম

এ টি এমকে ১০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী
লাইফ সাপোর্টে থাকা অভিনেতা এ টি এম শামসুজ্জামানের অবস্থার উন্নতি হয়েছে। রাজধানীর আজগর আলী হাসপাতালে তার চিকিৎসা চলছে। তার চিকিৎসার জন্য দশ লাখ টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার সকালে হাসপাতালে গিয়ে অভিনেতা শামসুজ্জামানের পরিবারের হাতে এই চেক তুলেন দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন ও সঙ্গীত শিল্পী রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। গত ২৬ এপ্রিল পেটে সমস্যা নিয়ে রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি হন এ টি এম শামসুজ্জামান। পরে পরীক্ষা করে জানা যায় বর্ষীয়ান এই অভিনেতা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন রোগে ভুগছেন। এরপর ২৭ এপ্রিল তার অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) রাখা হয়। পরে ২৮ এপ্রিল তাকে কেবিনে স্থানান্তর করা হয়। কিন্তু ২৯ এপ্রিল তার শ্বাসকষ্ট হওয়ায় এবং নিউমোনিয়া ধরা পড়ায় তাকে আবার আইসিইউতে স্থানান্তর করা হয়। পরবর্তী সময় তার শ্বাসকষ্ট আরো বেড়ে যাওয়ায় তাকে লাইফ সাপোর্টে দেয়া হয়। শুধু পেটের সমস্যা নয়, ৭৭ বছর বয়সী এই অভিনেতা দীর্ঘদিন ধরেই সিওপিডি (ফুসফুসের সমস্যা) ও উচ্চ রক্তচাপজনিত সমস্যায়ও ভুগছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App