×

খেলা

আইপিএলে চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০১৯, ০১:০৮ পিএম

আইপিএলে চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স
শেষ হয়ে গেলো দ্বাদশ ইনডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জমজমাট আসর। এবার সেরা দুটি দলই ফাইনাল খেললো। রুদ্ধশ্বাস এই ফাইনাল ম্যাচে ধোনির চেন্নাইকে হারিয়ে চতুর্থবারের মত আইপিএলের চ্যাম্পিয়নশিপের মুকুট পরে নিলো রোহিতের মুম্বাই ইন্ডিয়ান্স। শ্বাসরূদ্ধকর ফাইনালে মাত্র ১৪৯ রান করেছিল মুম্বাই। জবাব দিতে নেমে শেন ওয়াটসনের ৮০ রান সত্ত্বেও ১ রানে হেরে গেলো চেন্নাই সুপার কিংস। ১০ বারের আইপিএলে (২ বার ছিল নিষিদ্ধ) আটবারই ফাইনাল খেলেছে তারা। এর মধ্যে রানারআপ হলো ৫ বার। শিরোপা জিতেছে ৩ বার। এবারের আইপিএল ফাইনালে দুর্দান্ত বোলিং করে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নিয়েছেন মুম্বাইয়ের জসপ্রিত বুমরাহ। ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়েছেন। এরমধ্যে ৪ রান হয়েছে উইকেটরক্ষক ডি ককের ভুলের কারণে। না হয় সেই রান হতো ১০। দুই উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন জসপ্রিত বুমরাহ। কলকাতা নাইট রাইডার্স প্লে অফে উঠতে না পারলেও টুর্নামেন্ট জুড়ে অসাধারণ পারফরম্যান্স করে টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতে নিয়েছেন ক্যারিবীয় তারকা আন্দ্রে রাসেল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App