×

খেলা

টাইগারদের ব্যস্ত সূচি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মে ২০১৯, ০৪:৪১ পিএম

টাইগারদের ব্যস্ত সূচি
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস বিশ্বকাপের পরপরই সীমিত ওভারের সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। প্রস্তাবিত সূচিতে জুলাইয়ে তিনটি ওয়ানডে খেলার কথা থাকলেও সেখানে সিরিজ বোমা হামলার পর এই সিরিজ হবে কিনা এ নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারা জানিয়েছে যথাযথ কর্তৃপক্ষ ও শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে আলোচনা করেই চ‚ড়ান্ত সিদ্ধান্ত নেবে। প্রথমে এই সফরটি হবার কথা ছিল গত ডিসেম্বরে। কিন্তু সে সময় বিপিএল অনুষ্ঠিত হওয়ায় সিরিজ পিছিয়ে করা হয় জুলাইয়ে। এখন সূচি অনুযায়ী ২৫, ২৭ ও ২৯ জুলাই ওয়ানডে সিরিজটি হবার কথা। কিন্তু গত মাসে শ্রীলঙ্কায় ইস্টার সানডেতে সিরিজ বোমা হামলার পর পর বদলে গেছে পুরো পরিস্থিতি। কিন্তু গত ২৫ এপ্রিল দেশটিতে ভয়াবহ বোমা হামলায় ২৫০ জনের বেশি মানুষের প্রাণ হারানোয় পুরো শ্রীলঙ্কাজুড়েই থমথমে অবস্থা বিরাজ করছে। নিরাপত্তাহীনতার আশঙ্কায় পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সফরটিও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। এ অবস্থায় বিসিবিও খুব উদ্বিগ্ন তাদের এই সফর নিয়ে। বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী জানান, বর্তমান যে পরিস্থিতি তাতে খুব উদ্বিগ্ন আমরা। তবে আমরা সফরের আগে পররাষ্ট্র মন্ত্রণালয় ও শ্রীলঙ্কায় বাংলাদেশের হাইকমিশন থেকে পরামর্শ নিয়েই পরবর্তী করণীয় ঠিক করব। বিসিবির এই নির্বাহী আরো জানান, এই মাসের শেষ দিকে অনুষ্ঠিতব্য এসিসির সভায় শ্রীলঙ্কার বোর্ডের সঙ্গে আলোচনা করা হবে পরিস্থিতি নিয়ে। বিগত কয়েক মাসে বেশ কিছু সন্ত্রাসী হামলার ঘটনায় নেতিবাচক প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনে। বিশেষ করে নিউজিল্যান্ড সফরে অল্পের জন্য সন্ত্রাসী হামলা থেকে বেঁচে ফিরেছে সফরকারী বাংলাদেশ দলের সদস্যরা। ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় অনেক হতাহতের ঘটনা ঘটে। এরপর থেকে যে কোনো সফরে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে বেশ উদ্বিগ্ন বিসিবি। বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন সরাসরি বলেই দিয়েছেন যে কোনো দেশ সফর করার আগে নিরাপত্তা নিয়ে আশ্বাস পাওয়ার পরই সেখানে যাবে বাংলাদেশ। উল্লেখ্য, চলতি ত্রিদেশীয় সিরিজেও নিরাপত্তার ভিত্তিতেই আয়ারল্যান্ডে গেছেন মাশরাফি বিন মর্তুজারা। ওদিকে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড ২০১৯-২০ মৌসুমে তাদের গ্রীষ্মকালীন সূচি প্রকাশ করেছে। অজিদের এই সূচিতে এফটিপি অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারিতে সীমিত ওভারের সিরিজ খেলতে বাংলাদেশ সফর করার কথা রয়েছে ক্যাঙ্গারুদের। আসছে গ্রীষ্মে ঘরের মাঠে শ্রীলঙ্কা, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। যেখানে প্রতিশ্রুতি অনুযায়ী জানুয়ারিতে ভারতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা। এই সিরিজটির জন্যই কিউইদের সঙ্গে ঐতিহাসিক চ্যাপেল-হ্যাডলি ওয়ানডে সিরিজটি পেছাতে বাধ্য হয়েছে অস্ট্রেলিয়ান বোর্ড। ঘরের মাঠ ও ভারত সূচির বিস্তারিত জানালেও ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ সফরে সীমিত ওভারের সিরিজের ব্যাপারে তেমন কিছু জানায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। প্রসঙ্গত ২৭ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। আর ৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্টের সূচি রয়েছে। সর্বশেষ ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্ট ও তিন ম্যাচে ওয়ানডে খেলবে অজিরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App