×

জাতীয়

আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ থাকবে আড়াই মাস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মে ২০১৯, ০৯:১৭ পিএম

বিভিন্ন যন্ত্রাংশ মেরামত কাজের জন্য আড়াই মাস বন্ধ থাকবে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া সার উৎপাদন কাজ। আজ রোববার দুপুর থেকে উৎপাদন কাজ বন্ধ রাখা হয়েছে। তবে উৎপাদন বন্ধ থাকলেও কারখানার কমান্ড এরিয়াভুক্ত ছয় জেলায় সার সরবরাহে কোনো ব্যাঘাত ঘটবে হবে না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আশুগঞ্জ সার কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল্লাহ আল বাকী বিষয়টি নিশ্চিত করে বলেন, আগে থেকেই কারখানার বিভিন্ন যন্ত্রপাতি মেরামতের জন্য একটি সিডিউল সময় আমাদের বিসিআইসি থেকে বেঁধে দেয়া হয়েছিল। সেই সময়ের কারণেই রোববার সকাল থেকে কারখানাটি বন্ধ করা হয়েছে। বন্ধের আড়াই মাসে কারখানার বিভিন্ন যন্ত্রাংশ মেরামত ও কিছু যন্ত্রাংশ নতুন সংযোজন করা হবে। ইতোমধ্যে মেরামত কাজ শুরু করে দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App