×

খেলা

রেড ডেভিলদের পার্টি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০১৯, ০৪:২৩ পিএম

রেড ডেভিলদের পার্টি
ম্যানচেস্টার ইউনাইটেডের ‘প্লেয়ার অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন লুক শো। সমর্থকদের ভোটে তিনি এ বছরের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন। এ ছাড়াও তিনি জিতেছেন স্যার ম্যাট বুজবি পদক। জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে সেরা প্লেয়ারের পদক তুলে দেয়া হয়। পল পগবা এবং রাশফোর্ডের মতো তারকাদের পেছনে ফেলে এই পদক জয় নিঃসন্দেহে তার জন্য বড় অর্জন। তবে এই অর্জনকে তেমন বড় করে দেখছেন না তিনি। কারণ মৌসুমটা খুবই বাজে কেটেছে ম্যানচেস্টার ইউনাইটেডের। হাডার্সফিল্ডের বিপক্ষে শেষ ম্যাচে ১-১ গোলে ড্র করে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের সেরা চারে উঠার লড়াই থেকে ছিটকে গেছে তারা। এর ফলে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাওয়ার সুযোগও হাত থেকে ফসকে গেছে। পদক জয়ের অনুভ‚তি জানাতে গিয়ে শো বলেন, পুরস্কার পেয়ে ভালো লাগছে, তবে ভালো লাগত যদি আমার ভক্তদের জন্য কোনো ট্রফি জিততে পারতাম। মৌসুমটা ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য হতাশার হলেও অনুষ্ঠানে এর কোনো প্রভাব পড়তে দেননি আয়োজকরা। জাঁকজমকতায় পরিপূর্ণ ছিল পুরো অনুষ্ঠান। কোচ-খেলোয়াড়রাও তাদের বান্ধবী ও স্ত্রীদের নিয়ে উপস্থিত হন অনুষ্ঠানে। মার্কাস, রাশফোর্ড, জেসে লিংগার্ড, ক্রিস স্মেলিং, পল পগবা সস্ত্রীক ও বান্ধবীদের নিয়ে আসেন কালো কোর্ট এবং টাইয়ে। মৌসুম শেষ হলেই ক্লাব ছেড়ে চলে যাবেন হুয়ান মাতা ও আন্দ্রে হেরেরা। তারা দুজন একসঙ্গে আসেন। মাতা ও তার স্ত্রী আসেন লম্বা বুরগুন্ডাই পরে। লাল গর্জিয়াস ড্রেস পরে আসেন হেরেরা ও তার স্ত্রী। এ ছাড়া অনুষ্ঠানে জিমি মার্ফে ইয়ং প্লেয়ার অব দ্য অ্যাওয়ার্ড জিতেন মেসন গ্রিনওড, গোল অব দ্য সিজন অ্যাওয়ার্ড জিতেন আন্দ্রেস পেরেরা, রিজার্ভ প্লেয়ার অব দ্য ইয়ার জিতেন তাহিত চং।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App