×

জাতীয়

রাজধানীতে পাসপোর্টসহ ২৬ রোহিঙ্গা আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০১৯, ০৪:০৩ পিএম

রাজধানীতে পাসপোর্টসহ ২৬ রোহিঙ্গা আটক
মিয়ানমার সীমান্ত পাড়ি দিয়ে নাফ নদী হয়ে টেকনাফ এলাকায় আসা রোহিঙ্গারা নানা কায়দায় দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে। বিশেষ করে তারা একাধিক দালাল চক্রের সহযোগিতায় বাংলাদেশি পাসপোর্ট সংগ্রহ করে বিদেশে পাড়ি জমানোর চেষ্টা করছে। এমন ২৬ জন রোহিঙ্গাকে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতদের মধ্যে ২৪ জন নারী ও দুজন পুরুষ রয়েছে। তাদের কাছ থেকে ৫৬টি বাংলাদেশি পাসপোর্ট জব্দ করা হয়েছে। তারা কীভাবে এসব পাসপোর্ট হাতে পেয়েছে এবং ঢাকায় ঢুকেছে- এ ব্যাপারে অনুসন্ধান চলছে। এদিকে গতকাল বরিশালে এক প্রেস ব্রিফিংয়ে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারসন ডিকসন বলেছেন, রোহিঙ্গারা শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের নিরাপত্তার জন্য বড় হুমকি। রাজধানীতে পাসপোর্টসহ রোহিঙ্গা আটকের বিষয়ে পুলিশ জানায়, গতকাল শুক্রবার ভোর রাতে খিলক্ষেতের মধ্যপাড়ার কোহিনূর ভিলায় অভিযান চালিয়ে তাদের আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি-পশ্চিম)। এ ঘটনায় ওই বাড়ির মালিকের ছেলে কাজলকেও আটক করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে খিলক্ষেত থানার ওসি মুস্তাফিজুর রহমান জানান, শুক্রবার ভোর রাতে ডিবি পশ্চিমের একটি টিম মধ্যপাড়ার একটি বাসায় অভিযান চালিয়ে ওই ২৬ রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করে। আটক সবাইকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। ডিবির উপ-কমিশণার মোহাম্মদ মোখলেছুর রহমান জানান, আটক রোহিঙ্গা নারীদের নামে বাংলাদেশি পাসপোর্ট সংগ্রহ করে মালয়েশিয়ায় পাঠানোর চেষ্টা চলছিল। তিনি আরো জানান, এ ঘটনায় ওই বাড়ির মালিকের ছেলে কাজলকে আটক করা হয়েছে। তাকেও এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটকদের মধ্যে একজন দালাল রয়েছে। তার মাধ্যমে পাসপোর্ট সংগ্রহ করা হয়েছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশের একাধিক কর্মকর্তা জানান, সড়কপথে এবং পায়ে হেঁটে উখিয়ার কুতুপালং ক্যাম্পের এসব রোহিঙ্গারা দালালদের মাধ্যমে কক্সবাজার থেকে চট্টগ্রাম পৌঁছে। এরপর তারা কয়েক দফা বাস বদল করে ঢাকায় আসে। দালাল চক্রের সহায়তায় তারা বিভিন্ন অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করে। এসব পাসপোর্টে জাতীয় পরিচয়পত্র এবং পুলিশ তদন্ত রিপোর্ট আসল, না নকল সে ব্যাপারেও তদন্ত চলছে। রোহিঙ্গারা বিশ^ নিরাপত্তার হুমকি : রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে পাঠাতে সবাইকে এক হয়ে কাজ করার আহবান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারসন ডিকসন। তিনি বলেছেন, রোহিঙ্গারা শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের নিরাপত্তার জন্য বড় হুমকি। বিশ্বে অনেক সমস্যার মধ্যে রোহিঙ্গা সংকট অন্যতম। দুই দিনের বরিশাল সফরের দ্বিতীয় দিন গতকাল শুক্রবার দুপুরে বরিশালের একটি অভিজাত হোটেলের লবিতে সংক্ষিপ্ত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ডিকসন বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে আলোচনা হয়েছে। এখন রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে সবাইকে একযোগে কাজ করতে হবে। ব্রিটিশ হাইকমিশনার এ সময় গণতন্ত্রের পথে চলার ক্ষেত্রে বিরোধী দল-মতকে আরো সুযোগ দেয়ার কথা বলেন। পাশাপাশি গণমাধ্যমকে পুরোপুরি স্বাধীনতা দেয়ার কথা বলেন তিনি। এর আগে, সকালে ব্রিটিশ হাইকমিশনার ও তার সঙ্গীরা স্পিডবোটযোগে কীর্তনখোলা নদী ঘুরে দেখেন। বরিশালের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধতার কথা জানান তিনি। পরে তিনি বরিশাল বিভাগীয় জাদুঘর ও ব্রিটিশ আমলে নির্মিত অক্সফোর্ড মিশন ঘুরে দেখেন। গত বৃহস্পতিবার বিকেলে সফরসঙ্গীদের নিয়ে বরিশাল আসেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারসন ডিকসন। ওই দিন বিকেলে তিনি ব্রিটেনের রানী এলিজাবেথের পাঠানো একটি ক্রেস্ট বরিশালের অক্সফোর্ড মিশনে বসবাসরত ব্রিটিশ-বাংলাদেশি (দ্বৈত) নাগরিক লুসি হেলেন ফ্রান্সিস হোল্টকে পৌঁছে দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App