×

খেলা

মোস্তাফিজের পাশে রোডস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০১৯, ০৫:০৯ পিএম

মোস্তাফিজের পাশে রোডস
মোস্তাফিজের পাশে রোডস
লাইন-লেন্থ ঠিক রেখে অসাধারণ বোলিংয়ে বাংলাদেশ দলকে অনেক ম্যাচে জয় এনে দিয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। দ্বাদশ বিশ^কাপে বাংলাদেশ দলের ভালো-খারাপ অনেকটাই নির্ভর করছে বল হাতে তার পারফরমেন্সের ওপর। বোলিংয়ে টাইগার দলপতির সবচেয়ে বড় অস্ত্র যে মোস্তাফিজ তাতেও কোনো সন্দেহ নেই। তবে গত কয়েক ম্যাচে মোস্তাফিজের পারফরমেন্স খুব একটা মন ভরাতে পারেনি টাইগার ভক্তদের। উইকেট পেলেও প্রতি ম্যাচেই দিয়েছেন ওভারপ্রতি ৬ রানের চেয়ে বেশি করে রান। তবে বিষয়টি নিয়ে মোটেই চিন্তিত নন টাইগার কোচ স্টিভ রোডস। গতকাল সাংবাদিকদের কাছে এ কথা জানিয়েছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে ১০ ওভারে ৯৩ রান দিয়েছিলেন মোস্তাফিজ। আর আয়ারল্যান্ডে চলমান ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মোস্তাফিজের ১০ ওভার থেকে ৮৪ রান তুলেছেন উইন্ডিজের ব্যাটসম্যানরা। সব মিলিয়ে এই দুই ম্যাচে ২০ ওভার বোলিং করে ওভারপ্রতি ৮.৮৫ গড়ে ১৭৭ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন কাটার মাস্টার। যা মোস্তাফিজের নামের পাশে বড্ড বেমানান। বিশ^কাপের আগে মোস্তাফিজের এমন খরুচে বোলিং বেশ ভাবাচ্ছে ভক্তদের। অনেকে তার সমালোচনাও শুরু করেছেন। তবে ফিজকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই বলে মনে করেন টাইগার কোচ স্টিভ রোডস। এ বিষয়ে তিনি বলেন, মোস্তাফিজের বোলিং নিয়ে আমি মোটেই চিন্তিত নই। সে দুর্দান্ত একজন ওয়ানডে বোলার। খুব বেশিদিন আগের কথা নয়, বিশ্বের সেরা পাঁচ বোলারের একজন ছিল ফিজ। বাংলাদেশের খুব কম বোলারই নিজেকে এতদূর নিয়ে যেতে পেরেছে। এ সময় উইন্ডিজের বিপক্ষে ম্যাচে মোস্তাফিজের বোলিং কেমন ছিল সে বিষয়ে স্টিভ রোডস বলেন, ওই ম্যাচে তার কিছু বল প্রচণ্ড গতিতে কিপারের গ্লাভসে জমা পড়েছে। এটা খুবই ইতিবাচক। যদি সে নিয়মিত এই গতিতে বোলিং করতে পারে তবে আগের মোস্তাফিজকেই দেখা যাবে। এদিকে দুঃসময়ে মোস্তাফিজ পাশে পেয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকেও। সাকিবের মতে, ম্যাচ শেষে মোস্তাফিজ কত রান দিয়েছে সেটাই সবার নজরে আসে। শুধু তো মোস্তাফিজের রান দেয়াটা দেখলে হবে না। সে কোন পরিস্থিতিতে, কততম ওভারে বোলিং করে সেটাও দেখতে হবে। বাকিরা তো ডেথ ওভারে এত বেশি বল করে না। মোস্তাফিজ সম্পর্কে কিছু বলার আগে এটা বুঝতে হবে। সাকিব আরো বলেন, শেষ ১০ ওভারে মোস্তাফিজের জন্য ৪ ওভার রাখা হয়। ওই ৪ ওভারে সাধারণ হিসাবে ধরা হয় কেউ যদি ৩৫ রানের কম দেয়, তাহলে সে ভালো বোলার। এর আগে ৬ ওভারে যদি ৩০ রান দেয়, আর শেষের ৪ ওভারে ৩৫ রান দিলে মোট ৬৫ রান হয়ে যায়। তাই আমি বলব, কেবল স্কোরবোর্ড দেখে একজন খেলোয়াড়ের পারফরমেন্স বিচার করা উচিত নয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App