×

জাতীয়

উখিয়ায় খেলতে গিয়ে ২ রোহিঙ্গা শিশুর মর্মান্তিক মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০১৯, ১০:৫৩ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলার জামতলী ক্যাম্পে খেলা করার সময় পাশের পাহাড় ধসে দুই রোহিঙ্গা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ পাহাড় ধসের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো পালংখালী ইউনিয়নের জামতলী ক্যাম্পের খেলার মাঠে পাহাড়ঘেঁষে খেলা করছিল ওই ক্যাম্পে ছৈয়দুল আমিনের শিশু ছেলে রুহান (৫) এবং আব্দু শুক্কুরের ছেলে সোহেল (৮)। ওই মুহূর্তে হঠাৎ পাহাড় ধসে পড়লে মাঠি নিচে চাপা পড়ে ওই দুই শিশু।

স্থানীয় রোহিঙ্গারা এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করতে চেষ্টা করেও ব্যর্থ হন। পরে উখিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই শিশুকে মৃত অবস্থায় মাটির নিচ থেকে উদ্ধার করে।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ এমদাদুল হক বলেন, ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় মাটির নিচ থেকে দুই রোহিঙ্গা শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী বলেন, খবর দ্রুত ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুেই রোহিঙ্গা শিশুর মরদেহ উদ্ধার করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App