×

খেলা

নতুন রূপে সাকিব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ মে ২০১৯, ০৩:৫২ পিএম

নতুন রূপে সাকিব
ওয়ানডে বিশ্বকাপের আসরে নিজের সেরাটা দিতে প্রস্তুত হচ্ছে সব দলের ক্রিকেটাররা। এবার আসন্ন বিশ্বকাপের মঞ্চে টাইগার অলরাউন্ডার সাবিক নিজকে নতুন রূপে প্রদর্শনের ঘোষণা দিয়েছেন। ক্যারিয়ারে চতুর্থ বিশ্বকাপ খেলতে যাওয়া সাকিবের কাছে বিশেষ প্রত্যাশা থাকছে টাইগার সমর্থকদের। কারণ এর আগে ২০০৭ বিশ্বকাপে উদীয়মান ছিলেন এবং পরে হয়েছেন বিশে্বর এক নম্বর অলরাউন্ডার। যে কোনো ক্ষেত্রেই খুব কম বাংলাদেশি বৈশ্বিক পর্যায়ে এক নম্বরে গেছে। তাই সাকিব আল হাসান জানিয়েছেন বিশ্বকাপে চোখ রেখেই নিজেকে বদলে নিয়েছেন তিনি। পরিশ্রমের মাত্রা বাড়িয়ে ফিটনেসকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। এমনকি বদলে যাওয়া সাকিবের ব্যাটে-বলের ধারও বেড়ে গেছে। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নিজের ক্ষমতা প্রদর্শন করেছেন সাকিব। সেদিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমে বল হাতে মাত্র ৩৩ রান খরচায় নেন ১ উইকেট, লং-অনে দাঁড়িয়ে ধরেন দুর্দান্ত এক ক্যাচ এবং সবশেষ ব্যাট হাতেও খেলেন ৬১ বলে ৬১ রানের অপরাজিত ম্যাচ জেতানো ইনিংস। এর আগে বাংলাদেশ দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে যাননি। চোট ভোগাচ্ছিল বলে। দীর্ঘ সময় বাইরে থাকলে শরীরে একটা আলস্যের মেদ জমে। অনেক সময় চোটও খেলোয়াড়দের ওজন বাড়িয়ে দেয়। এ ছাড়া বিশ^কাপের জন্য জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প ২২ এপ্রিল শুরু হলেও সাকিব আইপিএল ছেড়ে দেশে ফেরেন ২৮ এপ্রিল। এ নিয়েও সমালোচনা হয় বেশ খানিকটা। তবে সাকিবের নিজের বিশ্বাস আইপিএলে তিনি যে ট্রেনিং করেছেন, সেটির ফলেই বর্তমানে শারীরিক ও মানসিকভাবে এত ভালো অবস্থানে রয়েছেন তিনি। সাকিবের মতে, আসলে তখন পরিবেশ ও পরিস্থিতি এমন তৈরি হয়ে গিয়েছিল যে আমার প্রস্তুতি নেয়া দরকার এবং ওখানে নিতে পেরেছি। স্যারের সঙ্গে (মোহাম্মদ সালাউদ্দিন) মূলত ব্যাটিং ও বোলিং নিয়ে কাজ করেছি। ফিটনেস নিয়ে হায়দরাবাদের অস্ট্রেলিয়ান ট্রেনারের সঙ্গে কাজ করেছি। ও খুব ভালো ট্রেনিং করাতে পেরেছে। আমার কাছে মনে হয়, সেটা অনেক কাজে এসেছে। ডায়েট বদলেছে অবশ্যই। না হলে এটা সম্ভব না। সব মিলিয়ে খুব ভালো অবস্থানে আমি এখন আছি। বিশ^কাপের আগে নিজের বদলে যাওয়ার ব্যাখ্যায় সাকিব বলেন, বিশ্বকাপ সামনে ছিল। একটি লক্ষ্য নিয়েই করেছি। সবারই লক্ষ্য থাকে। বিশ্বকাপ খেলা প্রতিটি ক্রিকেটারেরই নিজস্ব লক্ষ্য আছে। একটি কথা বলতে পারি, গত ৮-৯ বছরে মনে হয় এত কষ্ট করিনি, যতটা পরিশ্রম ও প্রস্তুতি এই বিশ্বকাপের জন্য নিয়েছি। আমার তরফ থেকে যতটুকু করার সম্ভব ছিল, করেছি। বাকিটা ওপর-ওয়ালার ইচ্ছা ও আমার চেষ্টা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App