×

খেলা

বৃষ্টির কারণে টস বিলম্ব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০১৯, ০৪:৩৭ পিএম

বৃষ্টির কারণে টস বিলম্ব
ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ডাবলিনের ম্যালাহাইডে বাংলাদেশ সময় বিকেল ৩.৪৫ মিনিটে শুরু হওয়ার কথা থাকলে বাধা হয়ে দাড়িয়েছে বৃষ্টি। আউটফিল্ড ভেজা থাকায় এখনো মাঠে গড়ায়নি টস। সে কারণে খেলা শুরু হতে দেরী হলে ওভার কমানোর সিদ্ধান্ত নিতে পারেন আম্পায়াররা। ডাবলিনের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ম্যালাহাইডের স্হানীয় সময় সকাল ১০টার দিকে আকাশ কিছুটা মেঘাছন্ন থাকলেও ১১ টার দিকে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। এরপর দুপুর ১২টার দিকে মেঘ কেটে গেলেও ১টা এবং ২টার দিকে টানা বর্ষণ হতে পারে। বৃষ্টি বেশি হলে ম্যাচের ম্যাচের পরিধি কমিয়ে আনার সিদ্ধান্ত নিতে পারেন আম্পায়াররা। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে, দুপুর গড়িয়ে বিকাল হওয়ার পর ধীরে ধীরে পরিষ্কার হয়ে উঠবে ম্যালাহাইডের আকাশ। বিকালের দিকে বৃষ্টির সম্ভাবনাও তেমন থাকছে না। যদিও সন্ধ্যা ৭টার দিকে আবারো ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App