×

খেলা

বিশ্বাস হচ্ছে না ক্লপের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০১৯, ০১:৩৩ পিএম

বিশ্বাস হচ্ছে না ক্লপের
ইতিহাস গড়া জয়ে বার্সেলোনাকে বিদায় করে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে ইংলিশ ক্লাব লিভারপুল, যা এখনো অবিশ্বাস্য মনে হচ্ছে লিভারপুল কোচ জার্গেন ক্লপের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে শুরুতেই শিষ্যদের প্রশংসা করে তিনি বলেন, জানি না তারা এটা কীভাবে করল। বার্সাকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠা যে কোনো দলের পক্ষেই অসম্ভব। কিন্তু আমার শিষ্যরা সেটা করে দেখিয়েছে। সত্যি বলতে, আমরা যে ফাইনালে উঠেছি তা আমার এখনো বিশ্বাস হচ্ছে না। এ সময় তিনি আরো বলেন, আমাদের সবার কাছেই এ জয়ের গুরুত্ব অনেক বেশি। হ্যাঁ, এটা ঠিক যে পৃথিবীতে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। কিন্তু সবাই একসঙ্গে মিলে এমন একটা অসম্ভবকে সম্ভবে পরিণত করা বিশেষ কিছু। সব কৃতিত্ব খেলোয়াড়দের। ম্যাচের আগে আমি ছেলেদের বলেছিলাম, আমাদের জন্য পথটা বেশ কঠিন, তবে অসম্ভব নয়। এখনো সামনে সুযোগ আছে ফাইনালে ওঠার। আশা করি, তোমরা সে সুযোগ কাজে লাগানোর জন্য নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App