×

খেলা

বিশ্বকাপের থিম সং

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০১৯, ০১:৪১ পিএম

বিশ্বকাপের থিম সং
দ্বাদশ ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠতে বাকি আর ২১ দিন। এবার বিশ^কাপের আসর ঘিরে ক্রিকেট প্রেমিদের মধ্যে জল্পনা-কল্পনার শেষ নেই। প্রতিবার বিশ^কাপের মঞ্চে থিম সংয়ের প্রতি একটু ভিন্ন আকর্ষণ লক্ষ করা যায় ভক্তদের মাঝে। কারণ থিম সংয়ের তালে দর্শকরা নেচে-গেয়ে খেলোয়াড়দের ভালো খেলার উৎসাহ দেন। তাই খানিক দেরিতে হলেও আসন্ন ওয়ানডে বিশ্বকাপের সেই থিম সং প্রকাশ করতে যাচ্ছে ক্রিকেটের অভিবাবক সংস্থা আইসিসি। আনুষ্ঠানিক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্বকাপের আয়োজক সংস্থা আইসিসি জানিয়েছে, ‘স্ট্যান্ড বাই’ শীর্ষক এবারের বিশ্বকাপের ‘থিম সংটি আগামী ১৭ মে থেকে বিশ্বব্যাপী ভক্তরা শুনতে পারবে। টেলিভিশনে প্রচার করা ছাড়াও ইউটিউব এবং অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যমে ক্রিকেট ভক্তরা গানটি শুনতে পারবে। স্ট্যান্ড বাই থিম সংটি যুক্তরাজ্যের অন্যতম সফল ব্যান্ড রুডিমেন্টালের সঙ্গে নতুন গায়ক লরিন মিলে গেয়েছেন। ২০১১ সালে ব্যান্ড হিসেবে গড়ে ওঠার পর থেকে এখনো পর্যন্ত প্রায় দুই মিলিয়নের বেশি অ্যালবাম বিক্রি করেছে রুডিমেন্টাল। নতুন শিল্পীদের যথাযথ প্ল্যাটফর্ম গড়ে দেয়ার ব্যান্ড হিসেবেও বিশেষ সুনাম রয়েছে ব্যান্ডটির। অন্যদিকে উঠতি তারকা লরিন নর্দার্ন কানাডার ডিপ কোভের বাসিন্দা। ট্রায়ালে তার কিছু গান শুনেই রুডিমেন্টালের পক্ষ থেকে কাজ করার প্রস্তাব দেয়া হয়। রুডিমেন্টালের অন্যতম সদস্য পিয়েরস অ্যাগেট থিম সংটির ব্যাপারে বলেন, আমাদের বিচিত্রতাকে উদযাপন করাই মূলত আমাদের ব্যান্ডের বার্তা। অবশ্যই আমাদের বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে। তবে আমরা লন্ডনের ব্যান্ড। যেটা বিশ্বের অন্যতম বৈচিত্র্যপূর্ণ শহর। গানটির মাধ্যমে আমরা পৃথিবীর বৈচিত্র্য ও সৌন্দর্য তুলে ধরতে চাই। এটিই আমাদের লক্ষ্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App