×

খেলা

ফাইনালে ফেরার ব্যাপারে আশাবাদী হ্যারি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০১৯, ১১:০৭ পিএম

ফাইনালে ফেরার ব্যাপারে আশাবাদী হ্যারি

টটেনহ্যামের ফাইনালে উঠার উচ্ছ্বাস প্রকাশ করছেন হ্যারি কেন/ ছবি: সংগৃহীত

টটেনহ্যামের রূপকথা লেখার ইতিহাসটা স্টেডিয়ামে বসেই ‍উপভোগ করতে হয়েছে হ্যারি কেনকে। চোটের কারণে চ্যাম্পিয়নস লিগে শেষ চারের দুই লেগেই ছিলেন না স্পার্সদের এই ইংলিশ ফরোয়ার্ড। তবে মাদ্রিদের ফাইনালে ফেরার ব্যাপারে আশাবাদী কেন।

বুধবার (০৮ মে) রাতে আয়াক্সের বিপক্ষে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে টটেনহ্যাম। ০১ জুন স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের ঘরের মাঠ ওয়ান্দা মেট্রোপলিটানোতে হবে ২০১৮-১৯ মৌসুমের ফাইনাল। অল ইংলিশ ফাইনালে স্পার্সদের প্রতিপক্ষ লিভারপুল।

চোট থেকে সেরে ওঠার ব্যাপারে কেন জানান, ‘চিকিৎসা ভালভাবে চলছে। এই সপ্তাহেই আমি দৌড় শুরু করেছি। নিজের উন্নতি করার জন্য আমি কঠোরভাবে চেষ্টা করে যাচ্ছি।’

৯ এপ্রিল থেকে মাঠের বাইরে আছেন কেন। ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ আটের প্রথম লেগে গোড়ালির চোটে পড়েন তিনি। কোয়ার্টারের ফিরতি লেগেও ছিলেন রাশিয়া বিশ্বকাপের এ্ই গোল্ডেন বুট জয়ী ফরোয়ার্ড। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলে স্পার্সদের হয়ে সর্বোচ্চ ২৪ গোল করেছেন কেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App