×

আন্তর্জাতিক

চীন বাণিজ্য আলোচনার চুক্তি ভঙ্গ করেছে: ট্রাম্প

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০১৯, ০৭:০৮ পিএম

চীন বাণিজ্য আলোচনার ‘চুক্তি ভঙ্গ’ করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৮ মে) ফ্লোরিডায় একটি প্রচারণা সমাবেশে যোগ দিয়ে এ মন্তব্য করেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্র ও চীন- এ ‍দু’দেশের মধ্যকার বাণিজ্য আলোচনার আগ মুহূর্তে চীনের নেতাদের দোষারোপ করে ট্রাম্প বলেন, তারা চুক্তি ভঙ্গ করেছে। তারা এটা করতে পারে না। এর খেসারত তাদের দিতে হবে।

শুক্রবার (৩ মে) চীনা পণ্যের শুল্ক দুই গুনেরও বেশি বাড়ানো হবে বলে জানিয়েছিলেন ট্রাম্প।

এর জবাবে চীন জানায়, যুক্তরাষ্ট্র যদি তাদের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করে, তাহলে তারাও ‘পাল্টা ব্যবস্থা’ নেবে।

এরপরই চীন বাণিজ্য আলোচনার ‘চুক্তি ভঙ্গ’ করেছে বলে মন্তব্য করেন ট্রাম্প।

এছাড়া দু’দেশ যদি কোনো চুক্তির আওতায় না আসে, তাহলে বছরে ১০০ বিলিয়ন ডলারের বেশি নিলেও ভুল কিছু হবে না বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এসব মন্তব্যের পরেও বৃহস্পতিবার (৯ মে) চীন ও মার্কিন প্রতিনিধিদের বাণিজ্য আলোচনায় বসার কথা রয়েছে।

সাম্প্রতিক সময়ে চুক্তির মাধ্যমে এ দু’দেশের মধ্যকার বাণিজ্য যুদ্ধের অবসান হবে বলেই ধারণা করা হচ্ছে বলে জানায় বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App