×

খেলা

আজ তামিম-সৌম্যর পালা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০১৯, ০২:১৯ পিএম

আজ তামিম-সৌম্যর পালা
প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে ৮৮ রানের বড় ব্যবধানে হেরে যাওয়ার পর টাইগারদের সমালোচনায় মেতে উঠেন ক্রিকেটপ্রেমীরা। জবাব দিতে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচটিকেই বেছে নেয় মাশরাফি বিন মুর্তজার দল। প্রতিপক্ষ শক্তিশালী উইন্ডিজ, যারা কিনা সিরিজের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডকে ১৯৬ রানে হারিয়েছে। সেই উইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে নিজেদের পথচলা শুরু করেছে স্টিভ রোডসের শিষ্যরা। ক্যারিবিয়ানদের বিপক্ষে বড় জয়ে সিরিজে নিজেদের যাত্রা শুরু করতে পারায় এখন বেশ উজ্জীবিত তামিম ইকবাল-সাকিব আল হাসানরা। বেড়েছে আত্মবিশ্বাসও। সেই আত্মবিশ্বাসকে পুঁজি করে ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ আইরিশদের মুখোমুখি হবে টাইগাররা। ম্যাচটির ভেন্যু আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের দ্য ভিলেজ স্টেডিয়াম। আর খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে। শক্তিমত্তার বিচারে ত্রিদেশীয় এই সিরিজে উইন্ডিজ ও বাংলাদেশের তুলনায় দুর্বল আয়ারল্যান্ড। উদ্বোধনী ম্যাচেই পাওয়া গেছে তার প্রমাণ। গত রবিবার সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হয় উইন্ডিজ। ওই ম্যাচে আগে ব্যাটিং করতে নেমে আইরিশ বোলারদের তুলোধুনো করে ওপেনিং জুটিতেই দলের স্কোরে ৩৬৫ রান যোগ করেন উইন্ডিজের দুই ওপেনার শাই হোপ ও জন ক্যাম্পবেল, যা উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড। দুজনই পেয়েছেন সেঞ্চুরির দেখা। যেখানে ক্যাম্পবেল ১৭৯ ও হোপ করেন ১৭০ রান। আইরিশ বোলারদের পাত্তা না দিয়ে দুই টাইগার ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার কি পারবেন ক্যাম্পবেল ও হোপের দেখানো পথে হাঁটতে- সেই কৌত‚হল এখন সবার মনে। অবশ্য তামিম-সৌম্য যদি এমন কোনো কীর্তি গড়ে ফেলেন তবে অবাক হওয়ার কিছু নেই। কারণ দুজনই দারুণ ছন্দে আছেন। সিরিজের নিজেদের প্রথম ম্যাচে উইন্ডিজের বিপক্ষে হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন দুজনই। ওই ম্যাচে জেসন হোল্ডারের দলের দেয়া ২৬১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলকে ১৪৪ রানের ওপেনিং জুটি এনে দেন তামিম-সৌম্য। ১১৬ বলে ৭ চারে ৮০ রানের ইনিংস খেলেন তামিম। আর সৌম্যর ব্যাট থেকে আসে ৬৮ বলে ৯ চার ও ১ ছক্কায় ৭৩ রান। উইন্ডিজের কঠিন বোলিং লাইন আপের বিপক্ষে যারা এমন দুর্দান্ত পারফরমেন্স করেছেন তারা যদি আইরিশ বোলারদের তুলোধুনো করে রেকর্ড গড়ে বসেন তবে চমকে যাওয়ার কিছু নেই। এ ছাড়া প্রথম ম্যাচে রান পেয়েছেন বাংলাদেশ দলের ব্যাটিংয়ের অন্যতম দুই স্তম্ভ সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। তিন নম্বরে ব্যাট করতে নেমে অপরাজিত ৬১ রানের ইনিংস খেলেন সাকিব। আর মুশফিক অপরাজিত থাকেন ২৫ বলে ২ চার ও ২ ছক্কায় ৩৫ রান করে। তা ছাড়া বোলিংয়ে মাশরাফি, মোস্তাফিজরা ঠিকই আস্থার প্রতিদান দিয়েছেন। আগের ম্যাচের পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আজ আইরিশদের হারানো খুব একটা কঠিন হবে না স্টিভ রোডসের শিষ্যদের পক্ষে। এদিকে প্রথম ম্যাচে জয়ের মূল কৃতিত্বটা সাকিবকে দিয়েছেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। তার মতে, সাকিবের পারফরমেন্স ছিল সেরা হওয়ার মতোই। বোলিংয়ে তার লাইন লেন্থ ছিল অত্যন্ত নিখুঁত। একটি উইকেট পেয়েছে সে। নিয়ন্ত্রণে রেখেছে প্রতিপক্ষের রানের চাকা। ব্যাট হাতেও সাকিব ছিল অসাধারণ। ধারণা করা হচ্ছিল ডান-বাম কম্বিনেশন সাজাতে তামিমের সঙ্গে লিটনকে ওপেন করতে পাঠাবে টাইগার টিম ম্যানেজমেন্ট। তবে লিটন নয়, শেষ পর্যন্ত সৌম্যই তামিমের সঙ্গে বাংলাদেশ দলের হয়ে ইনিংস ওপেন করেন। সুযোগ পেয়ে আস্থার প্রতিদানও দিয়েছেন বাঁ-হাতি এই মারকুটে ব্যাটসম্যান। উইন্ডিজের বিপক্ষে ৭৩ রানের ইনিংস খেলা সৌম্য সাংবাদিকদের বলেন, প্রথম ম্যাচ জেতাটা জরুরি ছিল। ম্যাচটি জেতায় আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। কন্ডিশনটা আমাদের জন্য কঠিন। আমরা ইচ্ছে করলেই কন্ডিশন পরিবর্তন করতে পারব না। তাই এটা নিয়ে না ভেবে প্রথম ম্যাচে জয়ের আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে পরের ম্যাচটিও কীভাবে জেতা যায় আমরা এখন সেটা নিয়ে ভাবছি। বাংলাদেশ ও আয়ারল্যান্ড এখন পর্যন্ত ৯টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে। যেখানে টাইগারদের ৬ জয়ের বিপরীতে আইরিশদের জয় মাত্র ২টি। এ ছাড়া অবশিষ্ট একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App