×

জাতীয়

২৮ বছর পরিত্যক্ত পটিয়ার বুধপুরা স্বাস্থ্যকেন্দ্র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০১৯, ০৫:৫৬ পিএম

চট্টগ্রামের পটিয়া উপজেলার বুধপুরা সরকারি স্বাস্থ্যকেন্দ্রটি ২৮ বছর ধরে জরাজীর্ণ অবস্থায় পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত এ হাসপাতালটিতে কোনো চিকিৎসক নেই। ফলে বুধপুরাসহ আশপাশের ১২-১৪ গ্রামের মানুষ বঞ্চিত হচ্ছে চিকিৎসাসেবা থেকে। সামান্য অসুস্থতার জন্য এই এলাকার মানুষকে ছুটতে হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা চট্টগ্রাম শহরে। জানা যায়, প্রতিষ্ঠার পর থেকে এই হাসপাতালটিতে হাজার হাজার মানুষ চিকিৎসাসেবা পেত। হাসপাতালটিতে এক সময় চিকিৎসকের রাত্রি যাপনেরও ব্যবস্থা ছিল। তবে ৯১-র ঘূর্ণিঝড় এবং এর আগে বন্যায় বিধ্বস্ত এই হাসপাতালটি সংস্কার না হওয়ায় তা এখন ব্যবহার অনুপযোগী। এই স্বাস্থ্যকেন্দ্রের কিছু দূরে পরিবার কল্যাণ কেন্দ্রের একটি কক্ষে সপ্তাহে একদিন একজন নার্স এই স্বাস্থ্যকেন্দ্রটি পরিচালনা করেন। এই স্বাস্থ্যকেন্দ্রটির নামে ১ একর জমিও রয়েছে। স্বাস্থ্যকেন্দ্রটি সংস্কার করে চিকিৎসক নিয়োগ দেয়া হলে এলাকার হাজার হাজার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে। এসব দাবি জানিয়ে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা, চট্টগ্রামের সিভিল সার্জন বরাবরে আবেদন করেছেন এলাকাবাসী। ওই এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা অসিত কান্তি বর্ধন ভোরের কাগজকে বলেন, ৯১-র আগে যখন এই হাসপাতালটিতে চিকিৎসক ছিল, তখন বুধপুরাসহ আশপাশের অনেক গ্রামের মানুষ এই হাসপাতাল থেকে চিকিৎসাসেবা পেত। ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হওয়ার পর এলাকার মানুষকে এখন বাধ্য হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা চট্টগ্রাম শহরে ছুটতে হয়। অথচ এই হাসপাতালটি সংস্কার করে চিকিৎসক নিয়োগ করা হলে এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা যাবে। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী ভোরের কাগজকে বলেন, বুধপুরা স্বাস্থ্যকেন্দ্রটি বিধ্বস্ত অবস্থায় রয়েছে। এ বিষয়ে আমরা অবহিত রয়েছি। এ রকম আরো কয়েকটি কেন্দ্র রয়েছে। সবগুলোরই তালিকা করা হয়েছে। খুব শিগগিরই এই স্বাস্থ্যকেন্দ্রগুলো সংস্কারের উদ্যোগ নেয়া হবে। হাসপাতাল ভবন হলে সেখানে নিয়মিত চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসক নিয়োগ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App