×

জাতীয়

বেতন না দিয়ে গোল্ডেন হরাইজন গার্মেন্টস বন্ধ ষোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০১৯, ০৫:৫৮ পিএম

কয়েক মাসের বেতনভাতা না দিয়েই বন্ধ করে দেয়া হয়েছে সানমান গ্রুপের গোল্ডেন হরাইজন নামে চট্টগ্রামের এক গার্মেন্টস কারখানা। ‘বিকল্পধারা বাংলাদেশ’ দলের মহাসচিব ও সংসদ সদস্য এম এ মান্নানের মালিকানাধীন ওই প্রতিষ্ঠানে কর্মরত প্রায় ১৩০০ শ্রমিক-কর্মচারীর এখন পথে বসার মতো দশা। হঠাৎ বন্ধ করে দেয়া গার্মেন্টসে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে এবং বকেয়া বেতন ও ওভারটাইম মজুরির দাবিতে চট্টগ্রামে বিজিএমইএ ভবনের সামনে দিনভর অবস্থান ধর্মঘট করেছেন ওই গার্মেন্ট শ্রমিকরা। গতকাল বুধবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরীর খুলশী এলাকায় বিজিএমইএ ভবনের নিচতলায় অবস্থান নেন নগরীর টেক্সটাইল এলাকার সানম্যান গ্রুপের গোল্ডেন হরাইজন কারখানার কয়েকশ’ শ্রমিক। গত সোমবারও তারা বিজিএমইএ ভবনের নিচে অবস্থান নিয়ে তিনঘণ্টা বিক্ষোভ করেন। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, সানম্যান গ্রুপের এই পোশাক কারখানায় প্রায় ১৩০০ শ্রমিক-কর্মচারী কাজ করেন। শ্রমিকদের গত মার্চ ও এপ্রিল মাসের বেতন ও ওভারটাইম মজুরি বকেয়া আছে। আর কর্মকর্তা-কর্মচারীদের ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত তিনমাসের বেতন বন্ধ। গত ২৭ এপ্রিল কারখানায় কাজ না থাকার কথা বলে চারদিনের ছুটি ঘোষণা করা হয়। ১ মে সরকারি বন্ধ ছিল। ২ মে শ্রমিকরা কারখানায় গিয়ে জানতে পারেন, ১ মে থেকে আবারও ৬ দিনের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। ৬ মে কাজে যাওয়ার পর শ্রমিক-কর্মচারীরা কারখানায় তালা দেখতে পান। পরে তারা জানতে পারেন, তাদের সবাইকে ছাঁটাই করা হয়েছে। কারখানাও বন্ধ ঘোষণা করা হয়েছে। ওইদিন শ্রমিকরা কারখানা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিজিএমইএ ভবনের নিচে অবস্থান নেন। গার্মেন্টের শ্রমিক মো. সম্রাট বলেন, মার্চ থেকে শ্রমিকদের বেতন বন্ধ করে দিয়েছে মালিক। শ্রমিকদের কিছু না জানিয়ে হঠাৎ করে কারখানা বন্ধ ঘোষণা করে সবাইকে ছাঁটাই করেছে। কোনো পাওনা পরিশোধ করেনি তারা। আমাদের বকেয়া বেতন আজ দেবে, কাল দেবে করে হয়রানি করছে। এখন দেখছি কারখানাই বন্ধ ঘোষণা করা হয়েছে। হঠাৎ করে কারখানা বন্ধ করে দিয়ে তো মালিক আমাদের পথে বসিয়ে দিয়েছে। খুলশী থানার ওসি (তদন্ত) মো. কবীর হোসেন ভোরের কাগজকে বলেন, বকেয়া বেতন, ওভারটাইম মজুরি ও ছাঁটাইয়ের প্রতিবাদে বিজিএমইএ ভবনের সামনে বিকেল ৫টা পর্যন্ত অবস্থান ধর্মঘট পালন করেন গোল্ডেন হরাইজন গার্মেন্টের শ্রমিকরা। আমরা বিজিএমইএ’র প্রতিনিধি ও মালিক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। মালিক কর্তৃপক্ষ আগামী ১৯ মে এবং ৩০ মে দুই দফায় বকেয়া বেতন পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়েছেন। এই সংক্রান্ত লিখিত কপি বিজিএমইএর কাছে আছে। এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে শ্রমিকদের অনুরোধ করা হলে তারা আপাতত ধর্মঘট স্থগিত করেন।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App