×

জাতীয়

চট্টগ্রামে এক চোরাই পণ্য কারবারি গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০১৯, ০৫:৫৯ পিএম

নগরীতে চোরাই মালামাল বেচা-কেনা সিন্ডিকেটের সদস্য জামাল হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। নগরীর খুলশী থানার সেগুনবাগান এলাকার একটি চোরাই পণ্যের দোকান ও গুদামের মালিক জামাল হোসেনকে গত মঙ্গলবার গ্রেপ্তারের পর তার কাছ থেকে রেলওয়ের গুদাম থেকে ট্রেন ও ইঞ্জিনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার এবং এসব সরঞ্জাম পাচার করা সিন্ডিকেটের বেশ কিছু তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। খুলশী থানার ওসি প্রণব চৌধুরী বলেন, রেলওয়ের গুদাম থেকে গোপনে বিভিন্ন সরঞ্জাম বাইরে বিক্রি করে দিচ্ছে একটি সিন্ডিকেট। বছরের পর বছর ধরে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিশাল একটি সিন্ডিকেট রেলের এসব সম্পদ চুরি করে বাজারে বিক্রি করছে। রেলওয়ের কারা এর সঙ্গে জড়িত এবং সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের বিষয়ে জামালকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি জানান, রেলওয়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর সহায়তায় মিন্টু নামের একজন ও রেলওয়ের আবর্জনা পরিষ্কারের কাজে নিয়োজিত নবী এসব মালামাল খুলশীতে রেলের স্ক্র্যাপ গোডাউন থেকে বের করেন। এরপর তারা শাহজাহান নামে একজনের কাছে বিক্রি করেন। শাহজাহান সেগুলো জামালের গুদামে রেখে দুজনে মিলে বিক্রি করেন। জামালের বিরুদ্ধে মামলা হয়েছে। রিমান্ডে এনে তাকে আরো জিজ্ঞাসাবাদ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App