×

আন্তর্জাতিক

এবার আরো বেশি আসন নিয়ে বিজয় দেখছে বিজেপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০১৯, ০৩:৪৮ পিএম

আগের বারের চেয়েও বেশি আসন নিয়ে সরকার গড়ার প্রত্যয় ব্যক্ত করল বিজেপি। দলটির সাধারণ সম্পাদক রাম মাধব গত সোমবার দলের সাফল্য নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। কিন্তু একদিনের মধ্যেই ফের ১৮০ ডিগ্রি ঘুরে দাঁড়ালেন তিনি। এদিকে গতকাল মঙ্গলবার পশ্চিমবঙ্গে এক জনসভায় যোগ দিয়ে বিজেপিপ্রধান অমিত শাহ ফের বলেন, পশ্চিমবঙ্গ থেকে খুঁজে খুঁজে অনুপ্রবেশকারীদের তাড়ানো হবে। অন্যদিকে নরেন্দ্র মোদিকে আম্বানিদের চৌকিদার হিসেবে অভিহিত করে রাহুল গান্ধী বলেন, বিদেশে গচ্ছিত কালো টাকা দেশে ফিরিয়ে এনে দেশবাসীর অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা করে দিয়ে দেবেন বলে কথা দিয়েছিলেন মোদি। আজ কোথায় গেল সেই টাকা, কোথায় গেল তার প্রতিশ্রুতি? খবর আনন্দবাজার। বিজেপি সাধারণ সম্পাদক রাম মাধব গত সোমবার একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছে বলেন, জয়ের জন্য ম্যাজিক ফিগার ২৭১টি আসন পেলেই আমরা খুশি হবো। কিন্তু গতকাল মঙ্গলবার একটি জাতীয় টিভি চ্যানেলে তিনি দাবি করেন, আগের বারের চেয়েও আরো বড় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি। সরকার গঠনের জন্য অন্য কোনো দলের সাহায্যের প্রয়োজন হবে না। যদিও প্রধানমন্ত্রী মোদি সবাইকে সঙ্গে নিয়েই চলবেন। লোকসভা ভোটের পারদ চড়তেই বিরোধী শিবির একজোট হওয়ার চেষ্টায় ফেডারেল ফ্রন্ট গঠনের তোড়জোড় শুরু করেছে। পশ্চিমবঙ্গে তৃণমূল, অন্ধ্রে তেলুগু দেশম পার্টি, জম্মু কাশ্মিরে এনসি, উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টির মতো নেতৃত্ব এক ছাতার তলায় আসার নিরলস প্রচেষ্টা চালিয়ে যায়। যদিও কংগ্রেস এই শিবিরে যাওয়া নিয়ে এখনো সিদ্ধান্ত ঝুলিয়ে রেখেছে। অন্যদিকে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্র শেখর রাওয়ের (কেসিআর) নেতৃত্বে অকংগ্রেস, অবিজেপি জোট গঠনের চেষ্টাও চালানো হয়। তবে কেসিআরের আহ্বানে শেষ পর্যন্ত তেমন সাড়া মেলেনি। রাম মাধব বলেন, চন্দ্রবাবু, কেসিআরের মতো নেতারা কিংমেকার হওয়ার স্বপ্ন দেখছেন। কিন্তু আমাদের হাতেই কিং রয়েছে, কিংমেকারের প্রয়োজন পড়বে কেন? আরও দুদফা ভোট বাকি থাকতেই বিজেপির সাধারণ সম্পাদক এত আত্মবিশ্বাস পেলেন কোথায়? জানতে চাইলে ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, উত্তরের রাজ্যগুলোতে বিজেপি তার ক্ষমতা ধরে রাখবে। পশ্চিমবঙ্গ এবং উত্তরপূর্বের রাজ্যগুলোতে আসন বাড়াবে। এসব রাজ্যে মোদির ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। কোনো সন্দেহ নেই, উত্তর-পূর্বের ২৫টির মধ্যে ১৮টি আসনই আমরা পাব। কিন্তু বিশ্লেষকরা বলছেন, আগের বার উত্তরপ্রদেশে ৭১টি আসন জিতেছিল বিজেপি। এবার এসপি-বিএসপি জোট করায় সেই সংখ্যা অর্ধেকের চেয়ে কমে যেতে পারে। পর্যবেক্ষকদের মতে, দলের চাপেই সম্ভবত অবস্থান পাল্টে ফেলেছেন রাম মাধব। কারণ দলের শীর্ষনেতাদের মধ্যেই যদি আত্মবিশ্বাস না থাকে, তাহলে তার প্রভাব পড়তে পারে পরবর্তী দুদফার ভোটে। সে কারণেই দলের পক্ষ থেকে তাকে নতুন অবস্থান নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এদিকে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে জনসভায় অমিত শাহ তৃণমূলের বিরুদ্ধে সিন্ডিকেট গঠন এবং তোলাবাজির অভিযোগ করে বলেছেন, মোদি ৭ কোটি মায়ের ঘরে গ্যাস, ৮ কোটি ঘরে শৌচাগার পৌঁছে দিয়েছেন। পশ্চিমবঙ্গে ‘জয় শ্রীরাম’ বললে মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি থামিয়ে জেলে পোরার হুমকি দেন। কিন্তু আমি এসে গিয়েছি, দেখি আমাকে কীভাবে আটকান তিনি? তৃণমূল বাংলাকে ধ্বংস করেছে। আমরা তাকে সোনার বাংলা বানিয়ে দেব। অন্যদিকে পুরুলিয়ার কোটশিলায় সমাবেশে প্রধানমন্ত্রী মোদিকে তীব্র ভাষায় আক্রমণ করে রাহুল লেন, পাঁচ বছর ধরে চৌকিদার সেজে বসে আছেন মোদি। কিন্তু তিনি চৌকিদারি করেছেন শুধু আম্বানিদের। গরিব মানুষ নিয়ে কোনো মাথাব্যথা নেই উনাদের। ১৫ লাখ টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে দিয়ে দেবেন বলেছিলেন; কেউ কি সেই টাকা পেয়েছেন? উল্টো তিনি আম্বানিদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছেন ৩০ হাজার কোটি টাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App