×

তথ্যপ্রযুক্তি

হিরো প্যাশন এক্স প্রো বাজারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মে ২০১৯, ০২:১১ পিএম

হিরো প্যাশন এক্স প্রো বাজারে
সম্প্রতি বাংলাদেশের বাজারে ১১০ সিসির প্যাশন এক্স প্রো অবমুক্ত হয়েছে। শুরুতে এর দাম ছিল ১ লাখ ৬ হাজার ৯৯০ টাকা। তবে বিশেষ অফারে বাইকটি এখন বিক্রি হচ্ছে মাত্র ৯৮ হাজার ৯৯০ টাকা। যা দেশে বিক্রি হওয়া ১১০ সিসির সেগমেন্টের অন্যসব বাইকের তুলনায় অনেক কম। অন্যদিকে বাইকটির ডিজাইনেও বৈচিত্র্য আছে। দেশে ১১০ সিসির সেগমেন্টে যতগুলো মডেলের বাইক আছে তার মধ্যে সেরা বাইক হিরো প্যাশন এক্স প্রো। ১১০ সিসির সেগমেন্টে দাম, ফিচার ও ডিজাইনে এগিয়ে আছে প্যাশন এক্স প্রো। স¤প্রতি বাংলাদেশের বাজারে নিটল মটরস লিমিটেড ১১০ সিসির প্যাশন এক্স প্রো অবমুক্ত করে। শুরুতে এর দাম ছিল ১ লাখ ৬ হাজার ৯৯০ টাকা। ঈদ অফারে বাইকটি এখন বিক্রি হচ্ছে মাত্র ৯৮ হাজার ৯৯০ টাকা। যা দেশে বিক্রি হওয়া ১১০ সিসির সেগমেন্টের অন্যসব বাইকের তুলনায় অনেক কম। অন্যদিকে বাইকটির ডিজাইনেও বৈচিত্র্য আছে। এর ফুয়েল ট্যাঙ্কের এয়ার স্কুপ ডিজাইন এতে অনন্যতা দিয়েছে। পাশাপাশি বাইকটিতে বিশেষ ফিচার হিসেবে আছে আইথ্রিএস টেকনোলজি। যা এর মাইলেজ বাড়িয়ে দেবে কয়েকগুণ। এই প্রযুক্তি শুধুমাত্র হিরো মোটরসাইকেলেই ব্যবহার করা হয়েছে। হিরোর নতুন এই বাইকে আছে ১০৯.১৫ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ফোর স্ট্রোক ওএইচসি ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ ৬.৭০ কিলোওয়াট টর্ক@৭৫০০ আরপিএম এবং ৮.০ নিউটন মিটার টর্ক@ ৫৫০০ আরপিএম পাওয়া যাবে। বাইকটিতে সেলফ এবং কিক স্টার্টার দেয়া হয়েছে। এর ফ্রন্ট টায়ার সাইজ ৮০/১০০, রিয়ার টায়ার সাইজ ৯০/৯০। উভয় চাকায় টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। এতে স্টাইলিশ ডিজিটাল অ্যানলগ মিটার কনসোল দেয়া হয়েছে। নিরাপত্তার জন্য সামনের চাকায় ২৪০ ডায়ামিটারের ডিস্ক ব্রেক এবং পেছনের চাকায় ১৩০ ডায়া মিটারের ড্রাম ব্রেক সংযোজন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App