×

জাতীয়

মেডিকেল বর্জ্য রিসাইক্লিংয়ে ফ্রান্সের সঙ্গে চসিকের মতবিনিময়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মে ২০১৯, ০৬:০১ পিএম

হাসপাতালের নানা ধরনের প্লাস্টিক বর্জ্য কীভাবে প্রক্রিয়াজাত করে দূষণমুক্ত এবং রিসাইক্লিনিংয়ের মধ্য দিয়ে পরবর্তীতে কাজে লাগানো যায় সে জন্য ফ্রান্সের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের একটি মতবিনিময় সভা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে নগরভবন মেয়রের দপ্তরে ফ্রান্সের মেডিকেল বর্জ্য পরিশোধন ইকুইপমেন্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফ্রান্সের এটিআই এনভায়রনমেন্ট প্রতিনিধি জঁ অলিভিয়ে ব্রসোর সঙ্গে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রামে কর্মরত উন্নয়ন সংগঠন ব্রাইট বাংলাদেশ ফোরামের আয়োজনে এই মতবিনিময় সভায় এটিআই প্রতিনিধি সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনকে মেডিকেল বর্জ্য রিসাইক্লিংয়ের অত্যাধুনিক ইকুইপমেন্ট ব্যবহারের ওপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখান। সিটি মেয়র এ ব্যাপারে অন্যদের সঙ্গে আলোচনার ভিত্তিতে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন বলে প্রতিনিধিদের আশ্বস্ত করেন।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App