×

আন্তর্জাতিক

মেক্সিকো সীমান্তে উড়োজাহাজ বিধ্বস্তে নিহত ১৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মে ২০১৯, ০১:১৭ পিএম

মেক্সিকো সীমান্তে উড়োজাহাজ বিধ্বস্তে নিহত ১৩
যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্তে একই পরিবারের কয়েকজন সদস্যসহ মোট ১৩ জন মারা গেছে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাস ও মেক্সিকোর নুয়েবো লিয়ন শহরের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রবিবার বিকেলে লাস ভেগাস থেকে উড্ডয়নের পর যেকোন সময় বিমানটি দুর্ঘটনায় পতিত হয় বলে জানিয়েছে কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম। মেক্সিকোর কোয়াহুইলা স্টেট সরকারের বিবৃতিতে বলা হয়, ওকাম্পোর উত্তরাঞ্চলে একটি দূরবর্তী পাহাড়ি অধ্যুষিত এলাকায় প্লেনটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। দেশটির স্থানীয় টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা যায়, প্লেনটির ধ্বংসবশেষ চুর্ণ হয়ে আশপাশে ছড়িয়ে রয়েছে। কর্তৃপক্ষ বলছে, দুর্ঘটনার সময় তিনজন ক্রু সদস্য এবং ১০ জন যাত্রী ছিল। দুর্ঘটনায় প্লেনে থাকা ১৩জনই নিহত হয়েছেন। মেক্সিকান সংবাদমাধ্যম বলছে, নিহতরা লাস ভেগাসে গত শনিবার (০৪ মে) অনুষ্ঠিত মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের দুই কুস্তিগীরের মধ্যে প্রতিযোগিতা দেখতে গিয়েছিলেন। তবে নিহতরা কোন দেশের নাগরিক তা এখনও নির্দিষ্ট করে জানা যায়নি। তবে নিহততের বয়স ১৯ থেকে ৫৭ বছরের মধ্যে বলে জানানো হয়েছে খবরে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App