×

জাতীয়

ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু চট্টগ্রাম চেম্বারের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মে ২০১৯, ০৫:৫৯ পিএম

রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে ভোগ্যপণ্য বিক্রি শুরু করেছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। গতকাল মঙ্গলবার সকালে নগরীর আগ্রাবাদে এ কার্যক্রমের উদ্বোধন করেন চেম্বার সভাপতি মো. মাহবুবুল আলম। আগ্রাবাদে পুরাতন চেম্বার কার্যালয়ের সামনে প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে এ কার্যক্রম। আতপ আর সিদ্ধ-দুই ধরনের চালই প্রতি কেজি ২০ টাকা, চিনি ৪০ টাকা। এতে একজন ক্রেতা লাইনে দাঁড়িয়ে সর্বোচ্চ ৫ কেজি চাল ও ২ কেজি চিনি কিনতে পারবেন। ভর্তুকি মূল্যে ভোগ্যপণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধনকালে চেম্বার সভাপতি বলেন, রমজান মাস সিয়াম সাধনার মাস। রমজান মাসে সাধারণ ভোক্তাদের জন্য প্রতিবছরের মতো এবারও কমদামে ভোগ্যপণ্য বিক্রির ব্যবস্থা করেছে চেম্বার। ভোক্তারা যাতে কম দামে বিভিন্ন ভোগ্যপণ্য ক্রয় করতে পারে, সে জন্য চেম্বার ভর্তুকি দিয়ে পণ্য বিক্রি করছে। চেম্বারের মতো অন্যান্য শিল্পপতি ও আমদানিকারকদেরও ব্যক্তিগতভাবে এ ব্যাপারে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বারের পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, জহিরুল ইসলাম আলমগীর, ছৈয়দ ছগির আহমেদ চৌধুরী, অঞ্জন শেখর দাশ, হাসনাত মো. আবু ওবাইয়া প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App