×

আন্তর্জাতিক

প্রেসিডেন্ট এরদোয়ানের দল হেরে যাওয়ায় নির্বাচন বাতিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মে ২০১৯, ০৩:০১ পিএম

প্রেসিডেন্ট এরদোয়ানের দল হেরে যাওয়ায় নির্বাচন বাতিল
তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলের মেয়র নির্বাচনে দেশটির ক্ষমতাসীন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দলকে হারিয়ে বিরোধী দল সিএইচপি পার্টি জিতে যাওয়ায় ওই নির্বাচন বাতিল করা হয়েছে। ওই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল গত মার্চে। এরদোয়ানের দলের জন্য এই নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে দেশটির নির্বাচন কমিশন। কমিশনের এই ঘোষণার পর বিরোধীদের মাঝে তীব্র ক্ষোভ শুরু হয়েছে। প্রেসিডেন্ট এরদোয়ানের একে পার্টি মার্চের ওই নির্বাচনে অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে সামান্য ব্যবধানে বিরোধী দল সিএইচপি জয়ী হয়েছে বলে অভিযোগ করে। সিএইচপির প্রার্থী একরেম ইমামোগলুকে এপ্রিলে ইস্তাম্বুলের মেয়র হিসেবে নিশ্চিত করা হয়। কিন্তু নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচন অনুষ্ঠানে কমিশনের ঘোষণাকে বিশ্বাসঘাতক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন। আগামী ২৩ জুন এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশনের এ ঘোষণার পর ইস্তাম্বুলে প্রতিবাদ-বিক্ষোভ করেছেন বিরোধীরা। সোমবার ইস্তাম্বুলের বেশ কয়েকটি জেলায় শত শত মানুষ বিক্ষোভে অংশ নেন। এসময় তারা রিসেপ তাইয়েপ এরদোয়ানের নেতৃত্বাধীন সরকারের বিরোধীতা করে বিভিন্ন ধরনের স্লোগান দেন। ইউরোপীয় পার্লামেন্ট বলছে, পুনর্নির্বাচনের এই সিদ্ধান্ত তুরস্কের গণতান্ত্রিক নির্বাচনের বিশ্বাসযোগ্যতাকে কবর দেবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App