×

জাতীয়

পুনর্বাসনের দাবিতে গুলিস্তানে হকারদের আন্দোলন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মে ২০১৯, ০৫:০২ পিএম

পুনর্বাসনের দাবিতে গুলিস্তানে হকারদের আন্দোলন
পুনর্বাসনের দাবিতে হকারদের আন্দোলনে অচল হয়ে পড়েছে রাজধানীর গুলিস্তানসহ আশপাশের এলাকা। মঙ্গলবার (৭ মে) সকাল ১১টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সামনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি শুরু করে হকার্স ইউনিয়ন। হকার্স ইউনিয়নের নেতারা বলেন, আমরা চার মাস ধরে বেকার। আমাদের কোনো আয় নেই। বউ-ছেলে-মেয়ে নিয়ে কঠিন দুরবস্থার মধ্য দিয়ে দিনযাপন করছি। মেয়র আমাদের ব্যবস্থা না করা পর্যন্ত আমরা এখান থেকে সরবো না। তারা আরো বলেন, আমরা যে যেখানে বসতাম, সেখানে বসার অনুমতি দেওয়া হোক। আমরা এ দেশেরই নাগরিক। আমাদের জন্য ফুটপাতের তিন ভাগের এক ভাগ ব্যবসার জন্য দেওয়া হোক। বিনিময়ে আমরা সরকারকে নিয়ম অনুযায়ী টাক্স দেবো। হকার্স ইউনিয়নের নেতাদের কাছ থেকে জানা যায়, গুলিস্তান ছাড়াও যাত্রাবাড়ী, জুরাইন, ফার্মগেটসহ ঢাকার বিভিন্ন স্থানে একই দাবিতে বিক্ষোভ করছেন হকাররা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App