×

জাতীয়

পবিত্র মাহে রমজান শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মে ২০১৯, ১১:০৭ এএম

পবিত্র মাহে রমজান শুরু
রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র মাহে রমজানের প্রথম দিন আজ। রোজাদাররা প্রথম রোজার ইফতার করবেন আজ সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে। গতরাত ৩টা ৫২ মিনিটে ছিল সেহেরির শেষ সময়। বাংলাদেশের আকাশে গতকাল সোমবার সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা যায়। এরপর ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে সন্ধ্যা ৭টায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। অবশ্য গতকাল সোমবার সৌদি আরবে ছিল রোজার প্রথম দিন। বাংলাদেশের কয়েকটি জেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে গতকালই রোজা রাখা শুরু করেছে। আরবি দিনপঞ্জি অনুসারে গতকাল সোমবার ছিল বাংলাদেশে শাবান মাসের শেষ দিন। সৌদি আরবের সঙ্গে মধ্যপ্রাচ্যের সব দেশ এবং যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর, আফ্রিকার দেশ মরক্কো, আলজেরিয়া, লিবিয়া, নাইজেরিয়া, নাইজার, দক্ষিণ আফ্রিকা, চাঁদ প্রভৃতি দেশের মুসলমানরা সেহরি খেয়ে সোমবার থেকে রোজা পালন শুরু করেছেন। এদিকে রমজান মাসে খতম তারাবিহ পড়ার সময় দেশের সব মসজিদে একই পদ্ধতি অনুসরণ করার জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, রমজান মাসে দেশের প্রায় সব মসজিদে খতম তারাবিতে পবিত্র কুরআনের নির্দিষ্ট পরিমাণ পারা তেলাওয়াত করার রেওয়াজ চালু আছে। তবে কোনো কোনো মসজিদে এর ভিন্নতা পরিলক্ষিত হয়। এতে কর্মজীবী যারা বিভিন্ন স্থানে যাতায়াত করেন তাদের কুরআন খতমের ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয় না। এই অবস্থায় ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে একটি অতৃপ্তি ও মানসিক চাপ অনুভূত হয়। কুরআন খতমের পূর্ণ সওয়াব থেকেও তারা বঞ্চিত হন। এ পরিস্থিতি নিরসনে রমজানের প্রথম ৬ দিনে দেড় পারা করে ৯ পারা এবং বাকি ২১ দিনে ১ পারা করে ২১ পারা তেলাওয়াত করলে ২৭ রমজান রাতে অর্থাৎ পবিত্র লাইলাতুল কদরে কুরআন খতম করা সম্ভব। এর আগে বিষয়টি নিয়ে দেশবরেণ্য আলেম, পীর-মাশায়েখ ও খতিব-ইমামদের সঙ্গে আলোচনা হলে তারাও এ পদ্ধতিতে খতম তারাবিহ পড়ার পক্ষে অভিমত দিয়েছিলেন এবং সে মোতাবেক অধিকাংশ মসজিদে এ পদ্ধতি অনুসরণ করা হয়। ধর্ম প্রতিমন্ত্রী মাহে রমজানের পবিত্রতা রক্ষায় দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল সোমবার বায়তুল মুকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে রমজানের পবিত্রতা রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত র‌্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান তিনি। র‌্যালিটি বায়তুল মুকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে জিপিও, সচিবালয় হয়ে জাতীয় প্রেসক্লাবে শেষ হয়। র‌্যালিতে ভারপ্রাপ্ত ধর্মসচিব কাজী হাসান আহমেদ, অতিরিক্ত সচিব ড. মোয়াজ্জেম হোসেন, যুগ্মসচিব মু. আ. হামিদ জমাদ্দার ও ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নুরুল ইসলামসহ পরিচালকরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App