×

জাতীয়

তিন জেলায় বন্দুকযুদ্ধে নিহত ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মে ২০১৯, ১০:৫০ এএম

ঢাকা ও মুন্সিগঞ্জে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী' এবং রংপুরে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে এক নারী অপহরণ ও ধর্ষণকারী' নিহত হয়েছে। সোমবার গভীর রাতে ঢাকার খিলক্ষেতের ডুমনী এলাকায়, রংপুরের গঙ্গাচরা উপজেলার মহিপুরে ও মুন্সিগঞ্জ সদরে পৃথক ঘটনা তিনটি ঘটে। ঢাকা: র‌্যাব-১ এর এসপি মো. কামরুজ্জামান জানান, রাত ১টার দিকে খিলক্ষেতের ডুমনী এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী অবস্থান করছে খবর পেয়ে র‌্যাবের নিয়মিত টহল ঘটনাস্থলে অভিযানে যায়। এ সময় মাদক ব্যবসায়ীরা তাদের ওপর গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালালে এক মাদক ব্যবসায়ী (৩৭) আহত হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছে। রংপুর: রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান জানান, গঙ্গাচরা উপজেলার মহিপুরে 'বন্দুকযুদ্ধে' নিহত ব্যক্তির নাম শহীদুল ইসলাম সুমন (৩৫)। তার বিরুদ্ধে নারী অপহরণ ও ধর্ষণসহ বিভিন্ন অভিযোগে ৯টি মামলা রয়েছে। সুমনের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায়। তিনি আরও জানান, নারী অপহরণ ও ধর্ষণ মামলার আসামি সুমন মহিপুরে অবস্থান করছে খবর পেয়ে সোমবার গভীর রাতে সেখানে অভিযানে যায় পুলিশ। এ সময় সুমন বন্দুক দিয়ে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে সুমন গুরুতর আহত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুন্সীগঞ্জ: র‌্যাবের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, মুন্সিগঞ্জে নিহত মাদক কারবারীর নাম সুজন। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ছিলেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় র‌্যাবের এক সদস্য আহত হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App