×

জাতীয়

চট্টগ্রামে প্রাইভেট কার থেকে ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মে ২০১৯, ০৫:৫৫ পিএম

বেসরকারি টেলিভিশন জিটিভির লোগোযুক্ত একটি প্রাইভেট কার থেকে ১ হাজার ৩৩০ ইয়াবাসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বড় দারোগার হাট বারৈয়ারঢালা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে গাড়িচালক মুরাদ ইসলাম (২২), হাটহাজারীর নাজিম (৩৬), চকরিয়ার মোসলেহ উদ্দিন (৩৫) ও একই এলাকার সায়েম (২৭)। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলওয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় একটি কার থামানো হয়। কারটিতে বেসরকারি জিটিভির লোগো লাগিয়ে ইয়াবা নিয়ে ঢাকায় যাচ্ছিলেন চার যুবক। প্রাইভেট কারটি থামার সংকেত দিলে সেটি না থেমে দ্রুতবেগে পালানোর চেষ্টা করে। ধাওয়া করে বারৈয়ারঢালা এলাকার হাক্কানি পেট্রলপাম্পের সামনে গাড়িটি আটক করা হয়। পরে গাড়িতে তল্লাশি করে সিটে রাখা ১ হাজার ৩৩০ ইয়াবা উদ্ধার করা হয়েছে। সাদা রংয়ের কারটি জব্দ করা হয়েছে। তবে গ্রেপ্তারকৃত চার যুবক জিটিভির লোগো ব্যবহার করলেও তারা জিটিভির কেউ নন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App