×

খেলা

ঘাসের বিশ্বকাপ ট্রফি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মে ২০১৯, ০২:১৫ পিএম

ঘাসের বিশ্বকাপ ট্রফি
দ্বাদশ বিশ্বকাপের পর্দা উঠতে আর বাকি ২৩ দিন। ইতোমধ্যেই ক্রিকেট উন্মাদনায় মেতে উঠেছেন ক্রিকেটপ্রেমীরা। বিশ্বকাপ নিয়ে বরাবরই সাধারণ মানুষের মধ্যে থাকে প্রবল আগ্রহ। প্রিয় দলের জার্সি বানানো, মাথায় ক্যাপ কিংবা ফেস্টুন বেঁধে পছন্দের দলকে সমর্থন দিতে ভক্তদের চেষ্টার কমতি থাকে না। তবে এবার আফগানিস্তানের এক ক্রিকেটপাগল ভক্ত যা করেছেন সেটা যেন সবকিছুকেই হার মানায়। সম্পূর্ণ ঘাস দিয়ে খুব নিখুঁতভাবে বিশ্বকাপের ট্রফি তৈরি করেছেন তিনি। আফগান ভক্তের এমন কীর্তি মুগ্ধ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে। যে কারণে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ নামে খোলা একটি টুইটার পেজে ওই ব্যক্তি ও ঘাস দিয়ে তৈরি বিশ্বকাপ ট্রফিটির ছবি প্রকাশ করেছে আইসিসি। পাশাপাশি একটি টুইটও করেছে তারা। সেই টুইট বার্তায় বলা হয়েছে, ঘাস দিয়ে আফগানিস্তানে তৈরি করা হয়েছে এই অসাধারণ, চমৎকার বিশ্বকাপ ট্রফিটি। যিনি এই ট্রফিটি তৈরি করেছেন তার জন্য আমাদের পক্ষ থেকে রইল শুভেচ্ছা ও ভালোবাসা। আইসিসি অবশ্য ওই ভক্তের নাম জানায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App