×

খেলা

১৩ মাস পর স্মিথ ও ওয়ার্নার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মে ২০১৯, ০২:৫১ পিএম

১৩ মাস পর স্মিথ ও ওয়ার্নার
দ্বাদশ বিশ্বকাপকে সামনে রেখে গত শুক্রবার থেকে অনুশীলন ক্যাম্প শুরু করেছে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। গতকাল দলের সঙ্গে অনুশীলন করেছেন স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। অবশ্য প্রথম দিনই দলের সঙ্গে যোগ দিতেন তারা। কিন্তু অসুস্থতাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার শেষবার জাতীয় দলের সঙ্গে অনুশীলন করেছিলেন ১৩ মাস আগে। গত মার্চে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজের আগে দুজনই কিছুদিন দলের সঙ্গে ছিলেন। তবে অনুশীলন করেননি। গত বছরের মার্চে বল টেম্পারিংয়ের অভিযোগে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হন স্মিথ ও ওয়ার্নার। দুজনের শাস্তির মেয়াদ শেষ হয় মার্চের শেষ দিকে। তাদের বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া নিয়েও নাটকীয়তা কম হয়নি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বাদশ আসরে দুর্দান্ত পারফরমেন্স করে দুজনই জায়গা করে নেন অজিদের বিশ্বকাপ স্কোয়াডে। আর গতকাল পুরো বিশ^কাপ দলের সঙ্গে অনুশীলনও শুরু করলেন স্মিথ ও ওয়ার্নার। আইপিএলের এবারের আসরটা দুর্দান্ত কেটেছে ডেভিড ওয়ার্নারের। দলের সঙ্গে বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে মাত্র ১২টি ম্যাচ খেলেই দেশে ফিরেছেন তিনি। ১২ ম্যাচে ১ সেঞ্চুরি ও ৮ হাফসেঞ্চুরিতে করেছেন ৬৯২ রান। এই ছন্দটা ওয়ার্নার বিশ^কাপেও ধরে রাখবেন এমনই প্রত্যাশা অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের। গতকাল অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময় তিনি বলেন, আইপিএলের এবারের আসরে ওয়ার্নারের পরিসংখ্যান দেখেন, সানরাইজার্স হায়দরাবাদের হয়ে সে দুর্দান্ত খেলেছে। শুধু এবার নয়, আমার যতদূর মনে পড়ে, আইপিএলের প্রতিটি মৌসুমেই ৫০০’র বেশি রান করেছে ওয়ার্নার। যেটা অসাধারণ ধারাবাহিকতারই ইঙ্গিত দেয়। আশা করি, ওয়ানডে ক্রিকেটেও এটি চলমান থাকবে। প্রথম দিনের অনুশীলনে স্পিনার অ্যাডাম জাম্পা ও নাথান লায়নের স্পিন মোকাবেলা করেন স্মিথ। পরে ব্যাটিং অনুশীলন করেছেন মিচেল স্টার্ক ও শন অ্যাবটের মতো পেসারদের বোলিংয়ের বিপক্ষে। ম্যাক্সওয়েলের বিশ্বাস, এই প্রস্তুতি ম্যাচগুলো দিয়েই জাতীয় দলে প্রত্যাবর্তনের প্রথম ধাপটা পার করবেন স্মিথ ও ওয়ার্নার। ম্যাক্সওয়েল বলেন, তারা দুজনই অসাধারণ খেলোয়াড়। আমি আইপিএলে তাদের দেখেছি। তারা সেখানেও দারুণ খেলেছে। আশা করি, খুব দ্রুতই তারা পুরো দলের সঙ্গে মানিয়ে নেবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App