×

খেলা

শচিন পুত্রকে নিয়ে কাড়াকাড়ি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মে ২০১৯, ০৩:২১ পিএম

শচিন পুত্রকে নিয়ে কাড়াকাড়ি
ক্রিকেট দুনিয়া শচিন টেন্ডুলকারকে এক নামে চিনে সবাই। ভারতের হয়ে ব্যাট হাতে এক সময় মাঠ দাপিয়ে বেড়াতেন এ ব্যাটিং জিনিয়াস। কিংবদন্তি এ ক্রিকেটারকে ভারতীয়রা ‘ক্রিকেট ঈশ্বর’ হিসেবে মানেন। এবার শচিন টেন্ডুলকারের মতোই মাঠ মাতাতে আসছে তারই ছেলে অর্জুন টেন্ডুলকার। তবে শচীন-পুত্র অর্জুন বাবার মতো শুধু ব্যাটিংকে বেছে নেয়নি। ব্যাটিংয়ের সঙ্গে সমানভাবে শাণ দিয়েছেন পেস বোলিংয়েও। ১৭ বছর বয়সী বাঁ-হাতি এ পেস বোলিং অলরাউন্ডারকে সর্বোচ্চ মূল্য দিয়েই দলে ভিড়িয়েছে আকাশ টাইগার্স মুম্বাই নামক দল। সম্প্রতি মুম্বাই টি-টোয়েন্টি লিগের জন্য অংশগ্রহণকারী দলগুলো খেলোয়াড়দের দলভুক্ত করে। তবে নিলামে অর্জুনকে নিয়ে কাড়াকাড়ি লেগে যাবে, তা বোঝা গিয়েছিল আগেই। অলরাউন্ডার ক্যাটাগরিতে ১ লাখ রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে ছিলেন তরুণ তারকা অর্জুন। বেশ কয়েকটি দলের মধ্যে দাম হাঁকানোর প্রতিযোগিতা শেষে ১ লাখের অর্জুনের মূল্য গিয়ে ঠেকে ৫ লাখে। নর্থ মুম্বাই প্যান্থার্স ৫ লাখ দাম হাঁকানোর পর নিলামের পরিচালক চারু শর্মা থামিয়ে দিতে বাধ্য হন। কারণ নিয়ম ছিল ৫ লাখের বেশি আর যাওয়া যাবে না। এই নিয়ম না থাকলে হয়তো আরো বাড়ত অর্জুনের দাম। ফলে নিলাম থামিয়ে দেয়ার পর চারু শর্মা দুই নতুন দল আকাশ টাইগার্স মুম্বাই এবং ঈগল থান স্ট্রাইকার্সকে সুযোগ দেন অর্জুনকে দলে নেয়ার। দুই দলের মধ্যে অনেকটা লটারি ভাগ্যেই নির্ধারিত হয় অর্জুনের গন্তব্য। যেখানে জয়ী হয় আকাশ টাইগার্স মুম্বাই। প্রতিভাবান শচিন-পুত্র মুম্বাইয়ের বয়সভিত্তিক দলগুলোর (অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৯) হয়ে মাঠ মাতিয়েছেন। এ ছাড়া খেলেছেন ভারত যুব দলের (অনূর্ধ্ব-১৯) হয়েও। অর্জুনের পারফরম্যান্সের ধারালো অবস্থা অক্ষুণ্ন থাকলে শিগগিরই হয়তো তাকে দেখা যাবে আইপিএল বা ভারত জাতীয় দলে। আগামী ১৪ মে থেকে শুরু হতে যাওয়া এ টুর্নামেন্টের প্রধান শুভেচ্ছা দূত শচিন টেন্ডুলকার। এ ছাড়া টুর্নামেন্টে ৫ লাখ ভারতীয় রুপিতে দল পেয়েছেন আরেক ক্রিকেটার সুজিত নাইক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App