×

তথ্যপ্রযুক্তি

মাইক্রোসফটের ক্লাউড ইনোভেশন সামিট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মে ২০১৯, ০৩:০৭ পিএম

মাইক্রোসফটের ক্লাউড ইনোভেশন সামিট
সম্প্রতি রাজধানী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মাইক্রোসফটের আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠিত হলো ক্লাউড ইনোভেশন সামিট। সাড়ে তিনশ’র বেশি ডেভেলপার, উৎপাদন ও আর্থিক সেবাখাতের ব্যবসায়িক ও প্রযুক্তি বিষয়ক নেতা, মাইক্রোসফটের স্থানীয় সহযোগী এবং মাইক্রোসফট এশিয়া প্যাসিফিক অঞ্চলের উচ্চপদস্থ কর্মকর্তা ও ক্লাউড এক্সপার্টরা এই সম্মেলনে অংশ নেন। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাইক্রোসফটের দক্ষিণপূর্ব এশিয়ার প্রেসিডেন্ট সুক হুন চিয়াহ। মাইক্রোসফটের লক্ষ্যের ওপর গুরুত্বারোপ করে সুক হুন বলেন, ‘প্রযুক্তি এমন এক ধরনের মাধ্যমে যা সকল বাধা দূর করে সমতা নিশ্চিত করার মাধ্যমে ব্যক্তি ও প্রতিষ্ঠানের উভয়ের ক্ষমতায়নে সহায়ক ভূমিকা পালন করে। মাইক্রোসফটে আমাদের নিরলস প্রচেষ্টা এন্টারপ্রাইজ গ্রেড প্রযুক্তি ও সমাধানে সবার সুযোগ নিশ্চিত করার মাধ্যমে আরো বেশি কিছু অর্জনে পৃথিবীর প্রত্যেক ব্যক্তি, সংস্থা ও প্রতিষ্ঠানের ক্ষমতায়ন।’ তিনি আরো বলেন, ‘ইন্টেলিজেন্ট ক্লাউড ও ইন্টেলিজেন্ট এজ ব্যবহারের মাধ্যমে বিশ্বজুড়ে আমরা প্রবৃদ্ধি অর্জনে চালিকাশক্তি হিসেবে কাজ করে যাচ্ছি। আমরা এটিও বিশ্বাস করি, ক্ষমতায়ন ও ডিজিটাল রূপান্তর অন্তর্ভুক্তিমূলক হওয়া উচিত। তাই ক্ষমতায়নের ক্ষেত্রে সবাইকে নিয়েই এগিয়ে যেতে চাই।’ সম্মেলনে নানা বিষয়ে আলোকপাত করা হয়। যার মধ্যে ছিল ইন্টেলিজেন্ট বিজনেস সল্যুশনসের মাধ্যমে প্রতিষ্ঠান উন্নত সমাধান নিয়ে আসতে পারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App