×

তথ্যপ্রযুক্তি

বিক্রির তালিকায় সেরা সাত স্মার্টফোন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মে ২০১৯, ০২:৫৬ পিএম

বিভিন্ন ব্র্যান্ড প্রতি বছর একাধিক মডেলের হ্যান্ডসেট উন্মোচন করছে। এসব ডিভাইসের সবগুলো যে সাড়া ফেলে, তা নয়। আবার কিছু ডিভাইস বাজারে আসার আগেই দারুণ সাড়া জাগায়। বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চ ২০১৮ সালে বৈশ্বিক বাজারে সাতটি সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকা প্রকাশ করেছে।
আইফোন টেন : আইফোনের দশকপূর্তি সংস্করণ হিসেবে বাজারে আসে আইফোন টেন। ডিভাইসটি বিশ্বব্যাপী স্মার্টফোন-প্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি সমর্থিত এ ডিভাইস কাউন্টারপয়েন্ট রিসার্চের সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোন তালিকায় শীর্ষে রয়েছে। আইফোন ৮ : ২০১৭ সালে দশকপূর্তি সংস্করণ আইফোন টেনের সঙ্গে একযোগে উন্মোচন করা হয় আইফোন ৮। ডিভাইসটি বাজারে ছাড়া হয় একই বছরের সেপ্টেম্বরে। মূলত সাশ্রয়ী সংস্করণ হিসেবে আনা হয়। অ্যালুমিনিয়াম কাঠামোর এ ফোনের ব্যাক ও ফ্রন্ট প্যানেল গ্লাসের তৈরি। ১ মিটার গভীর পানির নিচে প্রায় ৩০ মিনিট সচল থাকতে সক্ষম এ ফোন কাউন্টারপয়েন্ট রিসার্চের সর্বাধিক বিক্রি হওয়া এটি তালিকায় দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে। আইফোন ৮ প্লাস : ২০১৭ সালে আইফোন টেন ও আইফোন ৮-এর সঙ্গে উন্মোচন করা হয় আইফোন ৮ প্লাস। বেশকিছু উদ্ভাবনী প্রযুক্তির কারণে ডিভাইসটি একই বছরের সেপ্টেম্বরে বাজারে আসার পর পরই গ্রাহক পর্যায়ে ব্যাপক সাড়া ফেলে। আইপিএস এলসিডি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন ডিসপ্লের এ ডিভাইসের ব্যাক ও ফ্রন্ট প্যানেল গ্লাসের তৈরি। কাউন্টারপয়েন্ট রিসার্চ প্রকাশিত গত বছরের সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় তৃতীয় শীর্ষ অবস্থানে রয়েছে আইফোন ৮ প্লাস। আইফোন ৭ : ২০১৬ সালের সেপ্টেম্বরে বাজারে এলেও গত বছরজুড়েও বৈশ্বিক স্মার্টফোন বাজারে আইফোন ৭ এর উল্লেখযোগ্য চাহিদা দেখা গেছে। ২০১৭ ও ২০১৮ সালে তিনটি করে মোট ছয়টি নতুন আইফোন বাজারে ছাড়ে অ্যাপল। এরপর আইফোনের পুরনো সংস্করণগুলোর দাম কমানো হয়। কাউন্টারপয়েন্ট রিসার্চ প্রকাশিত গত বছর সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোন তালিকায় চতুর্থ শীর্ষ অবস্থানে রয়েছে আইফোন ৭। রেডমি ফাইভএ : ২০১৭ সালের ডিসেম্বরে বাজারে আসে চীনভিত্তিক স্মার্টফোন নির্মাতা শাওমির রেডমি ফাইভএ হ্যান্ডসেটটি। তুলনামূলক সাশ্রয়ী দামের অ্যালুমিনিয়াম কাঠামো এবং গ্লাসের তৈরি ফ্রন্ট প্যানেলের ডিভাইসটি বাজারে আসার পর পরই ইতিবাচক সাড়া ফেলে। ডুয়াল সিম সমর্থিত ডিভাইসটি কাউন্টারপয়েন্ট রিসার্চ প্রকাশিত গত বছরের সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোন তালিকায় পঞ্চম শীর্ষ অবস্থানে রয়েছে। গ্যালাক্সি এস৯ : ২০১৮ সালের মার্চে বাজারে আসে স্যামসাং গ্যালাক্সি এস৯। অ্যালুমিনিয়াম কাঠামোর এ হ্যান্ডসেটের ব্যাক ও ফ্রন্ট প্যানেল গ্লাসের তৈরি। হাইব্রিড ডুয়াল সিম সমর্থিত ডিভাইসটিতে ৫ দশমিক ৮ ইঞ্চির সুপার অ্যামোলেড ক্যাপাসিটিভ টাচস্ক্রিন ডিসপ্লে ব্যবহৃত হয়েছে। ডিসপ্লে সুরক্ষায় রয়েছে গরিলা গ্লাস ৫। স্যামসাংয়ের নিজস্ব ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বিক্সবি সমর্থিত এ ডিভাইস কাউন্টারপয়েন্ট রিসার্চ প্রকাশিত গত বছর সর্বাধিক বিক্রীত স্মার্টফোন তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে। আইফোন এক্সএস ম্যাক্স : ২০১৮ সালের সেপ্টেম্বরে বাজারে আসে অ্যাপলের আইফোন এক্সএস ম্যাক্স হ্যান্ডসেটটি। স্টেইনলেস স্টিল কাঠামোর এ ডিভাইসের ব্যাক ও ফ্রন্ট প্যানেল গ্লাসের তৈরি। অ্যাপলের আর্থিক লেনদেন সেবা ‘অ্যাপল পে’ সমর্থিত ডিভাইসটিতে সাড়ে ৬ ইঞ্চির অর্গানিক লাইট-এমিটিং ডায়োড বা ওএলইডি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন ডিসপ্লে আছে। আইওএস ১২ চালিত এবং অ্যাপলের নিজস্ব এ১২ বায়োনিক প্রসেসর-সংবলিত ডিভাইসটি কাউন্টারপয়েন্ট রিসার্চ প্রকাশিত গত বছর সর্বাধিক বিক্রীত স্মার্টফোন তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে। ডটনেট ডেস্ক

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App